ফুটবল

ব্রাজিলের জাতীয় দলে ফিরলেন নেইমার, দেখে নিন কলম্বিয়া এবং পেরুর বিপক্ষে ব্রাজিল স্কোয়াড

Neymar-the king of modern footballআগামী মাসে কলম্বিয়া এবং পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ তিতে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার।ব্রাজিল দল প্রসঙ্গে শুক্রবারের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আমি নেইমারের মানের একজন খেলোয়াড়কে কিছুতেই বাদ দিতে পারি না। আমি চাই নেইমার খুশি থাকুক। সে কোথায় যাবে না যাবে, সেটা বলার অধিকার আমার নেই।’

এদিকে ব্রাজিল দলে নিয়েছে সম্ভাবনাময় তরুণ রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। ১৯ বছর বয়সী এই ফুটবলার এখনও ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়াননি। ফর্মে না থাকলেও বার্সেলোনা ফরোয়ার্ড ফিলিপ কৌতিনহোকে দলে নিয়েছেন তিতে। কোপা আমেরিকার সময় দলে না থাকা লিভারপুল মিডফিল্ডার ফ্যাবিনহোও জায়গা পেয়েছেন। তবে চোটের কারণে নেই গোলরক্ষক এলিসন বেকার। দুই মাসের জন্য নিষিদ্ধ গ্যাব্রিয়েল হেসুসও নেই দলে।

See also  বাঁচা-মরার লড়াইয়ে অনিশ্চিত নেইমার-এমবাপ্পে

ব্রাজিল স্কোয়াড:

  • গোলরক্ষক: এডেরসন (ম্যানচেস্টার সিটি), ইভান (পন্টে প্রেতা), ওয়েভারটন (পালমেইরাস)।
  • ডিফেন্ডার: দানি আলভেজ (সাও পাওলো), ফ্যাগনার (করিন্থিয়ান্স), হোর্হে (সান্তোস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), সামির (উদিনেসে)।
  • মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), অ্যালান (নাপোলি), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ফিলিপ কৌতিনহো (বার্সেলোনা)।
  • ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), ডেভিড নেরেজ (আয়াক্স), ব্রুনো হেনরিক (ফ্লামেঙ্গো), রবার্তো ফিরমিনো (লিভারপুল) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *