ফুটবল

নেইমারকে সত্যিই কি আমন্ত্রণ জানাচ্ছে রিয়াল মাদ্রিদ!

barcelonas-neymar-proposal-to-paris-saint-germain

সাম্প্রতিক সময়ে বাইরের ঘটনায় বেশি আলোচনায় থাকছেন বর্তমান সময়ে ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা। বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর বেশিরভাগ সময়ই তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। বার্সেলোনাতে যাবার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন খোদ নেইমার নিজেও। এছাড়া বার্সাও আগ্রহ দেখিয়েছিলো তাকে দলে ফিরিয়ে আনার। কয়েকদিন আগেই কাতালান ক্লাবটি অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যানকে। এরপরই নেইমারের বার্সায় আসা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বার্সাও আর আগের মতো আগ্রহ দেখাচ্ছে না।
চারিদিকে যখন এক অনিশ্চিত অবস্থা বিরাজ করছে ঠিক তখনই বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের ফুটবলার ও নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ মার্সেলো রীতিমতো আমন্ত্রণই জানিয়ে বসেছেন তাকে। 
মার্সেলো বলেন, ‘নেইমার অসাধারণ একজন খেলোয়াড়। সে এখনই এমন কিছু শিখেছে যা ডিফেন্ড করা প্রায় অসম্ভব। নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখতে পাওয়া সত্যি শান্তির ব্যাপার। বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে ভেড়াতে মাদ্রিদ সম্ভাব্য সবকিছু করবে। সে অতীতে বার্সেলোনায় খেলেছে সেটাও কোনো সমস্যার সৃষ্টি করবে না।’ 
এমনকি রিয়াল মাদ্রিদে হ্যাজার্ডের আগমণও নেইমারের আসার পথে বাধা হবে না বলেই মনে করেন মার্সেলো। তিনি বলেন, ‘হ্যাজার্ড বড় মাপের খেলোয়াড়। বড় মাপের খেলোয়াড় এবং নেইমারের মধ্যে পার্থক্য আছে। সে সেরা পাঁচজনের একজন। আপনি তাদের (নেইমার ও হ্যাজার্ড) মধ্যে তুলনা করতে পারে না; কিন্তু আমার কাছে নেইমারই এগিয়ে।’

See also  নেইমারের স্বপ্নে বাধা করোনা আর এক আর্জেন্টাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *