ফুটবল

ক্রিস্তিয়ানো রোনাল্দো আবারো ব্যালন ডি’ওরের দাবিদার!

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি মিলল রোনালদোর

জুভেন্তাসে নতুন বছরে তাঁর সাফল্য খারাপ নয়। সিরিএতে তাঁর টিম চ্যাম্পিয়ন হয়েছে। সুপার কাপেও জিতেছে। নিজের নামের পাশে ২১ গোল। তার মধ্যে হ্যাটট্রিক। মেসির সে রকম সাফল্য নেই। বার্সেলোনা লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিতে হয়েছে। কোপা আমেরিকায় আর্জেন্তিনাকে ট্রফি দিতে পারেননি। সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে গিয়েছে আর্জেন্তিনা। তৃতীয় স্থানের খেলায় লাল কার্ড দেখেছেন মেসি। আয়োজকদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। শাস্তির খাঁড়ার ঝুলছে মেসির মাথার উপরে।
সেখানে রোনাল্দো কোনও বিতর্কে নেই। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে যোগ দিয়ে তাঁর পারফরম্যান্সের গ্রাফ নীচের দিকে নামেনি। বয়স বাড়লে ফিটনেস ধরে রেখেছেন আগের মতোই। যে কারণে ব্যালন ডি’ওরের দৌড়ে উপরের দিকে ক্রিস্তিয়ানো।
তাঁর হাতে গত তিন বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ নেই, তবু ফের ব্যালন ডি’ওরের তালিকায় ক্রিস্তিয়ানো রোনাল্দো। সাফল্যের নিরিখে লিওনেল মেসির থেকে কয়েক কদম এগিয়ে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে আয়াখসের কাছে হেরে বিদায় নিলেও রোনাল্দাকে পয়েন্ট এনে দিয়েছে নেশন্স লিগ। পতুর্গালকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেন তিনি।

See also  পিএসজি নেইমারের বিনিময়ে রিয়ালের কাছে যেসব দাবী জানালো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *