ফুটবল

নেইমার কি আবার ন্যু কাম্পে ফিরছেন! অবাক করা অফার বার্সার

barcelonas-neymar-proposal-to-paris-saint-germain

২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে কিনে নিয়েছিল পিএসজি। সেই পিএসজি ছেড়ে ফের বার্সালোনাতে আসতে মরিয়া নেইমার। ইউরোপে রাজত্ব করতে বার্সালোনাও ফের কিনতে চাচ্ছে নেইমারকে। পিএসজির স্পোর্টিং পরিচালক লিওনার্দো এর আগে বলেছিলেন, উপযুক্ত দাম পেলে নেইমারকে বিক্রি করতে অসুবিধা নেই পিএসজির। গত সপ্তাহে প্যারিস সেইন্ট জার্মেই চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেছিলেন, ‘নেইমারকে পিএসজিতে আসতে কেউ বাধ্য করেনি। ফুটবলারদের সবার থেকেই আমরা পেশাদারি মনোভাব আশা করি। এখানে কেউই আনন্দ করতে আসেনি।’

অনেকদিন ধরেই পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল নেইমারের। এখন লেকিপ জানিয়েছেন, খেলাইফির সঙ্গে দ্বন্দ্ব এবং ইউরোপে পিএসজির ব্যর্থতা মিলিয়ে ক্লাব ছাড়তে রীতিমত উঠেপড়ে লেগেছেন নেইমার। এতদিন রিয়াল মাদ্রিদের কথ শোনা গেলেও এখন শোনা যাচ্ছে, বার্সাতেই ফিরতে চাইছেন নেইমার। বার্সাও তাদের সাবেক ফরোয়ার্ডকে দলে নিতে একরকম মরিয়া।
বার্সাও নেইমারকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করে যাচ্ছে। দিচ্ছে আন-অফিসিয়াল বিভিন্ন প্রস্তাব। সর্বশেষ প্রস্তাবে কি আছে দেখা যাকঃ

  • ৯০ মিলিয়ন পাউন্ড টাকা এবং সঙ্গে দুই তুখড় প্লেয়ারকে দিয়ে পরিবর্তে নেইমারকে কিনতে চাইছে বার্সা।
  • পিএসজিকে মোট ছয় প্লেয়ারের তালিকা দেওয়া হয়েছে বাছাইয়ের জন্য। সেই তালিকায় রয়েছেন ফিলিপ কুটিনহো, উসমান ডেম্বেলে, ইভান রাকিটিচ, স্যামুয়েল উমিতিতি, নেলসন সেমেডো এবং ম্যালকম।
  • এই ছয় জনের মধ্যে থেকে দুই জনকে বেছে নিতে হবে পিএসজিকে।
See also  যে কারণে নেইমারের নিষেধাজ্ঞা কমল!

বাঁ-প্রান্তে ডেম্বেলে বা ফিলিপ কুতিনিয়োদের কেউই নিজেকে প্রমাণ করতে পারেননি। লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসির সাথে আবারও নেইমারকে একসাথে দেখতে চায় বার্সা। তবে কাতালানদের প্রস্তাবে এখনও কিছু জানায়নি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। তবে আগামী মৌসুমে পিএসজির জার্সিতে নেইমারকে দেখার নিশ্চয়তা দিতে পারছেন না ম্যানেজার থমাস তুকেলও।

3 thoughts on “নেইমার কি আবার ন্যু কাম্পে ফিরছেন! অবাক করা অফার বার্সার

  • Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  • Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *