কাতার বিশ্বকাপের ২০২২ লোগো উন্মোচন করা হলো!

উন্মোচন করা হয়েছে কাতার বিশ্বকাপের লোগো। মঙ্গলবার কাতারে স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন আয়োজকরা। ২০২২ ফুটবল বিশ্বকাপের আসর বসবে কাতারে। সুউচ্চ অট্টালিকায় লেজার প্রজেকশনের মাধ্যমে একযোগে সারা দেশে উন্মোচিত হয় লোগো। স্থানীয় আরব সংস্কৃতি এবং সৌন্দর্যকে খেলার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে লোগোতে। লোগোর ডিজাইন মূলত সারা বিশ্বকে এক সুতোয় গেঁথে রাখার প্রতীকী চিত্রের দিকে ইঙ্গিত করে। একইসঙ্গে

লোগোতে আটটি বাঁক, যা বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য আটটি সুন্দর স্টেডিয়ামের দিকে ইঙ্গিত করে। এছাড়া এই আটটি বাঁকের মাধ্যমে মরুভূমির টিলার প্রতিও আলোকপাত করা হয়েছে। বিশ্বকাপের ট্রফির আকৃতির সঙ্গে খানিক মিল রেখে করা হয়েছে লোগোটি। তবে এটি করার মূল অনুপ্রেরণা এসেছে শীতকালে গায়ে পরা উলের শাল থেকে। আরব অঞ্চলে শীতকালে এই শাল হয়ে ওঠে সবার সাধারণ পোশাক। তাই এ আকৃতিতেই করা হয়েছে বিশ্বকাপের লোগো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *