Cricket

আজই কি ইতিহাস রচিত হবে? বাঘের হুঙ্কারে ক্যাঙ্গারু বধ হবে?

Australia VS Bangladeshআজকের ম্যাচটা জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। মাহমুদউল্লাহর দল পারবে দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশকে সিরিজ জেতাতে?আজ শুক্রবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। আজ বাংলাদেশ জিতলে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বেন সাকিব-মাহমুদউল্লাহরা।

বাঘের কামড় টের পাচ্ছে অস্ট্রেলিয়া-অসিদের ‘তুলাধোনা’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ উড়ন্ত জয়ে শুরু করে বাংলাদেশ। এর পর দ্বিতীয় ম্যাচেও এসেছে জয়ের সাফল্য। সে ছন্দ ধরে রেখে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়ে চারটিতেই হেরেছে লাল-সবুজের দল। সেই অস্ট্রেলিয়াকে কি না ঘরের মাঠে টি-টোয়েন্টিতে নাস্তানাবুদ করছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজকের ম্যাচটিও শুরু হবে বরাবরের মতো সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র‍্যাবিটহোলস্পোর্টসে।

মোস্তাফিজকে ভিন গ্রহের বোলার মনে করছে অস্ট্রেলিয়া, স্লোয়ার-কাটারে বিভ্রান্ত

দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পর তো মোইজেস হেনরিকেস বলেই দিলেন, ‘এটা অস্ট্রেলিয়ার মতো পরিচিত কন্ডিশন নয় এটা। তবে, যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস, আমরা এখনও সিরিজ জিততে পারি। আমাদের ঘুরে দাঁড়ানোর পথ বের করতে হবে। এখানে মানিয়ে নিতে সময় লাগে। কাউকে শেষ পর্যন্ত থাকতেও হয়, আবার ১৪০-১৫০ করার জন্য ঝুঁকিও নিতে হয়।’