Cricket

দেখুন বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশ্বকাপে কেমন করলেন? স্ট্রাইক রেট কেমন ছিল।

 
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমেছেন ১৪ জন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মোট রান ২১৪৫। ৩টি সেঞ্চুরি ১১টি ফিফটি। ২১০টি চার ও ২১টি ছক্কা মেরেছেন। বাংলাদেশের ৫ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল এক শর ওপরে। আরও ৫ জনের স্ট্রাইক রেট ছিল ৯০ থেকে ৯৮। দুজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল আশির ঘরে। স্ট্রাইক রেটের দিক দিয়ে তামিম ইকবালের (৭১.৬৪) নিচে কেবল একজনই ছিলেন—মোস্তাফিজ (১৪.২৮)।রান তোলায় সাকিব বিশ্বকাপের সব ব্যাটসম্যানের মধ্যেই শীর্ষে। ১১ নম্বরে মুশফিক। ত্রিশে তামিম। তেত্রিশে মাহমুদউল্লাহ। ৪৩-এ লিটন দাস। ৪৭-এ সৌম্য সরকার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মোট রানের ৪৫.৩৬ শতাংশ এসেছে সাকিব ও মুশফিকের ব্যাটে।

 
বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং

খেলোয়াড়

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

১০০/৫০

সাকিব

৬০৬

১২৪*

৮৬.৫৭

২/৫

মুশফিক

৩৬৭

১০২*

৫২.৪২

১/২

তামিম

২৩৫

৬২

২৯.৩৭

০/১

মাহমুদউল্লাহ

২১৯

৬৯

৪৩.৮০

০/১

লিটন

১৮৪

৯৪*

৪৬.০০

০/১

সৌম্য

১৬৬

৪২

২০.৭৫

০/০

মোসাদ্দেক

১১৭

৩৫

১৯.৫০

০/০

সাইফউদ্দিন

৮৭

৫১*

২৯.০০

০/১

মিঠুন

৪৭

২৬

১৫.৬৬

০/০

মিরাজ

৩৭

১২

১২.৩৩

০/০

সাব্বির

৩৬

৩৬

১৮.০০

০/০

মাশরাফি

৩৪

১৫

৮.৫০

০/০

রুবেল

৯.০০

০/০

মোস্তাফিজ

০.৩৩

০/০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *