নেইমারকে নিয়ে নতুন নাটকঃ এবার তাকে ধারে আনার চিন্তা বার্সার!
নেইমারকে এবার ধার হিসেবে নেওয়ার কথা চিন্তা করছে বার্সেলোনা। চলতি মৌসুমের দলবদলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচিত নাম এই ব্রাজিল ফুটবলার। এদিকে নেইমারকে নিয়ে নিত্য নতুন তথ্য উঠে আসছে। সর্বশেষ স্পানিশ গণমাধ্যম জানাচ্ছে বার্সেলোনা তাদের পুরনো খেলোয়াড় নেইমারকে না কিনে তার বর্তমান ক্লাব পিএসজি থেকে তাকে ধারে আনতে চাইছে। তবে শর্ত হলো আগামী মৌসুমে তাকে কিনে নিতে হবে। ব্রাজিল তারকা গতকাল পিএসজির অনুশীলনে যোগ দেন।
তবে গণমাধ্যমের খবর নেইমার ফরাসি চ্যাম্পিয়নদের জানিয়ে দিয়েছেন তিনি ক্লাবটি ছেড়ে পুরনো দলে যোগ দিতে চান। শুধু তাই নয় ইতিমধ্যে তিনি আভাসে ইঙ্গিতেও বার্সেলোনার প্রতি তার পক্ষপাতের বিষয়ে কোনো রাখডাক করেননি। কিন্তু বার্সেলোনা সর্বশেষ আন্তনিও গ্রিজমানকে ১২০ মিলিয়ন ইউরোয় সই করানোর পর নেইমারকে নগদ অর্থে কেনা তাদের জন্য কঠিন। বার্সেলোনা চেয়েছিল নগদে ৪০ মিলিয়ন ইউরো এবং ফিলিপ কোটিনহো ও ইভান রাকিটিচকে দিয়ে নেইমারকে ফিরিয়ে আনবে। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ফরাসি চ্যাম্পিয়নরা। সে কারণেই এখন সুপারস্টারটিকে ধারে এনে পরের বছরে কেনার চিন্তুা চলছে। এ খবর দিয়েছে স্পেনের স্পোর্ট পত্রিকা।