ফুটবল

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা! নতুন তিন চমক। ফিরেছেন নেইমার

কোপা-আমেরিকায়-ব্রাজিল-দলে-বড়-চমক

ক্লাব ফুটবলের আন্তর্জাতিক বিরতিতে আগামী মাসে সিঙ্গাপুর সফর করবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। সেখানে তারা একটি করে ম্যাচ খেলবে সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে। ক্লাব ফুটবলের আন্তর্জাতিক বিরতিতে আগামী মাসে সিঙ্গাপুর সফর করবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। সেখানে তারা একটি করে ম্যাচ খেলবে সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে। যাতে জায়গা হয়নি ১৯ বছর বয়সী বিস্ময় বালক ভিনিসিয়াস জুনিয়রের। তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন তিতে।
তবে ২৩ সদস্যের এ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক সান্তোস, ডিফেন্ডার রেনান লডি ও মিডফিল্ডার ম্যাথুজ হেনরিক। তিনজনেরই আন্তর্জাতিক অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর।
দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন মেগাস্টার নেইমার। এছাড়াও স্কোয়াডে ফিরেছেন ডিফেন্ডার রদ্রিগো কাইয়ো ও ফরোয়ার্ড গাব্রিয়েল বারবোসা।

See also  যে কারণে নেইমারের নিষেধাজ্ঞা কমল!

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড

  • গোলরক্ষক: এডারসন, সান্তোস এবং ওয়েভারটন।
  • ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেস, দানিলো, এডের মিলিটাও, মারকুইনহোস, রেনান লডি, রদ্রিগো কাইয়ো এবং থিয়াগো সিলভা।
  • মিডফিল্ডার: আর্থুর মেলো, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকুইতা, ম্যাথুজ হেনরিক এবং ফিলিপ্পে কৌতিনহো।
  • ফরোয়ার্ড: এভারটন, গ্যাব্রিয়েল বারবোস, গ্যাব্রিয়েল হেসুস, নেইমার, রিসার্লিসন এবং রবার্তো ফিরমিনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *