ক্রিকেট

যে কারণে টি-টোয়েন্টিতে সাকিবের নতুন মাইলফলক! ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুটি রেকর্ড গড়েছেন সাকিব

shakib-al-hasan-hd-photo

প্রথমে বল হাতে, পরে ব্যাট হাতে দলকে ভরসা দিলেন সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে যতটা দায়িত্ব নেয়া প্রয়োজন, পুরোটাই নিলেন নিজের কাঁধে। তাতেই অবশেষে আফগানবধ সম্ভব হলো। ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এই ত্রিদেশীয় সিরিজেও প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার আর সে সুযোগ দিল না টাইগাররা। চট্টগ্রামে সাকিবের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে আফগানিস্তানকে ৪ উইকেট আর এক ওভার হাতে রেখেই হারিয়েছে স্বাগতিক দল। বল হাতে ৪ ওভারে ২৪ রান নিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরে ব্যাট হাতে দলের বিপদের মুখে করলেন অপরাজিত এক হাফসেঞ্চুরি। ৪৫ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় সাকিব অপরাজিত থাকেন ৭০ রানে।

See also  মাশরাফি কেন ইমরুলকে 'ম্যানার' শেখা উচিত বলে মন্তব্য করলেন!

আফগানিস্তানের বিপক্ষে ৪৫ বলে ৮টি চার ও এক ছক্কায় ৭০ রানের লড়াকু ইনিংস খেলার মধ্য দিয়ে তামিম ইকবালকে ছাড়িয়ে নতুন উচ্চতায় সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার টি-টোয়েস্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রান সংগ্রহের দিক থেকে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামার আগে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। এদিন তিনি সংগ্রহ করেন ৭০ রান। এই রান সংগ্রহের মধ্য দিয় টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সাকিবের আগে দেশসেরা ওপেনার তামিম ইকবাল এই রেকর্ড গড়েছেন। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় আর বিশ্বের ২৬তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহ করেছেন সাকিব।

See also  সাকিব ও মিরাজ টেস্ট ক্রিকেট ইতিহাসের ১২৮ বছরের রেকর্ড ভেঙ্গেছেন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহের শীর্ষে সাকিব। ৭৬ ম্যাচে ৯টি ফিফটির সাহায্যে তার সংগ্রহ ১ হাজার ৫৬৭ রান। তার চেয়ে ৫ ম্যাচ কম খেলে ১টি সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ১ হাজার ৫৫৬ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। এই তালিকায় বাংলাদেশে তৃতীয় পজিশনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮০ ম্যাচ থেকে তার সংগ্রহ ৪ ফিফটিতে ১ হাজার ৩৭৭ রান। ৮১ ম্যাচে ১ হাজার ২০১ রান সংগ্রহ করে চার নম্বর পজিশনে মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতে রান সংগ্রহে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থাকা সাকিব বিশ্বের ব্যাটসম্যানদের তুলনায় সর্বোচ্চ রান সংগ্রহে ২৬তম । চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগের তিন খেলায় ব্যর্থ সাকিব এদিন বল হাতেও সাফল্য পান। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন

One thought on “যে কারণে টি-টোয়েন্টিতে সাকিবের নতুন মাইলফলক! ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুটি রেকর্ড গড়েছেন সাকিব

  • Hey there! Do you know if they make any plugins to help with Search Engine Optimization?
    I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not
    seeing very good gains. If you know of any please share.
    Cheers! You can read similar text here: Change your life

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *