ক্রিকেট

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকদের জন্য সুখবর, বিপিএলে কুমিল্লায় খেলবেন মুশফিক!

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকদের জন্য সুখবর, বিপিএলে কুমিল্লায় খেলবেন মুশফিক!বিপিএলর আসন্ন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মুশফিকুর রহিম। বিপিএলের দুই আসরের শিরোপাজয়ী দলটির সঙ্গে কথাবার্তা চলছে মুশফিকের। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
বিপিএলের গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম। গত আসরে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান করেছিলেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করে গত আসরে সেমিফাইনালে খেলেছিল চিটাগং।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর আগামী ৪ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে। টি-টোয়েন্টির এ জমজমাট টুর্নামেন্ট শুরু হতে চার মাসেরও বেশি সময় বাকি। তার আগেই দল গোছাতে শুরু করেছে ফ্রাঞ্চাইজি দলগুলো।

See also  দেখে নিন অসি কিংবদন্তির সেরা বিশ্বকাপ একাদশে বাংলাদেশের ৪ ক্রিকেটার কারা!