Cricket

মুশফিক-মিঠুন ঝড়ে বাংলাদেশের বড় জয়!

২৬ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ছুটির কারণে নেই সহ-অধিনায়ক সাকিব আল হাসানও। এ কারণে তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে দলকে।
কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটের দারুণ এক জয় পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
লঙ্কানদের করা ২৮২ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ৪৮.১ ওভারেই (১১ বল হাতে রেখে) জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মূলত মিডল অর্ডারের দৃঢ়তায় জয়ের লক্ষ্যটা সহজ হয় বাংলাদেশের জন্য। মোহাম্মদ মিঠুন আর মুশফিকুর রহীমের ব্যাটেই জয় আসে টাইগারদের।
দাসুন সানাকার ৬৩ বলে অপরাজিত ৮৬ রান এবং সেনান জয়সুরিয়ার ৭৮ বলে ৫৬ রানের ওপর ভর করেই ৮ উইকেটে ২৮২ রানের বিশাল স্কোর গড়ে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ৯ জন বোলার ব্যবহার করেন এই ম্যাচে। রুবেল হোসেন আর সৌম্য সরকার নেন দুটি করে উইকেট। তাসকিন, মোস্তাফিজ এবং ফরহাদ রেজা নেন একটি করে উইকেট।
জবাব দিতে নেমে তামিম ইকবাল আর সৌম্য সরকার মিলে ৪৫ রানের জুটি গড়ে তোলেন। ২৪ বলে ১৩ রান করে আউট হন সৌম্য সরকার। দলীয় ৫৮ রানের মাথায় ফিরে যান তামিম ইকবালও। তিনি করেন ৪৭ বলে ৩৭ রান।
তৃতীয় উইকেট জুটিতেই মিঠুন আর মুশফিক মিলে প্রতিরোধ গড়ে তোলেন। দুজন মিলে ৭৩ রানের জুটি গড়ে তোলেন। ৪৬ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ রান করে আউট হন মুশফিক। ১০০ বলে ৯১ রান করে আউট হন মোহাম্মদ মিঠুন।
মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ বলে করেন ৩৩। ২৬ বলে ৩১ রান করে সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেন সৈকত ১০ বলে ১৫ রান করে দলের জয় নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *