Football

জার্মানিকে উড়িয়ে দেয়া নেইমারের ব্রাজিলের আইভরি কোস্টের বিপক্ষে একি হাল!

অলিম্পিকে ছেলেদের ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে আজ ১৩ মিনিটেই ব্রাজিলের মিডফিল্ডার দগলাস লুইজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন, বাকি সময়ে ফুটবল আর ব্রাজিলিয়ান সৌরভ তেমন ছড়াল না। তবে ১০ জনের দল নিয়েও লড়েছে ব্রাজিল, শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে আইভরি কোস্টের বিপক্ষে।2

লম্বা সোনালি চুলে বিনুনি! নতুন লুকে নেইমার, সোশ্যাল মিডিয়াতে তোলপাড়

আগের ম্যাচেই জার্মানিকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। চার গোল করেছে, আক্রমণে আক্রমণেও ব্যতিব্যস্ত করে রেখেছিল জার্মানদের, শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ৪-২ গোলে। অলিম্পিকে ছেলেদের ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ যখন প্রতিপক্ষ হয়ে এল আইভরি কোস্ট, আরেকবার ব্রাজিলের গোল-উৎসবই হয়তো আশা করেছিলেন ব্রাজিলের সমর্থকেরা।

নেইমার কোপায় হেরে মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন, মূল্য ১১৭ কোটি টাকা!

উত্তেজনাপূর্ণ ম্যাচে অবশ্য আইভরিকোস্টও লাল কার্ড দেখেছে। তবে সেটা ম্যাচের শেষভাগে। ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পশ্চিম আফ্রিকার দেশটি। তবে ব্রাজিলকে গোল আদায় করতে দেয়নি।

৪-৫-১ ছকে ব্রাজিলের স্ট্রাইকার হিসেবে খেলেছেন রিচার্লিসন। তাঁর পেছনে তিন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ছিলেন মাতেউস কুনিয়া, আন্তোনি ও ক্লদিনিও। তাঁদের পেছনে মাঝমাঠে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন দগলাস লুইজ ও ব্রুনো গিমারেস।

টি২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ কোন গ্রুপে দেখে নিন!

আর রক্ষণে রাইটব্যাক হিসেবে দানি আলভেজ তো ছিলেনই, দুই সেন্টারব্যাক হিসেবে খেলেছেন দিয়েগো কার্লোস ও নিনো। লেফটব্যাক ছিলেন গিলের্মে আরানা। আর গোলকিপার হিসেবে খেলেছেন সান্তোস।

ম্যাচের বেশিরভাগ সময় দশজনের ব্রাজিলকে চড়াও হতে দেয়নি আইভরিকোস্ট। শেষদিকে এসে চ্যাম্পিয়নরা গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করে। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি।

প্রথমার্ধে বরং আইভরিকোস্টই ভালো খেলেছে। ম্যাচের চতুর্থ মিনিটেই সুযোগ পেয়েছিল তারা। ম্যাক্স এলাইন গ্রাদেইয়ের বাঁ পায়ের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৫ মিনিটে আমাদ দিয়ালোর শট আটকে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোস।

সময়ের সেরা নেইমার, সর্বকালের সেরা মেসি-বললেন আলভেস

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ৬২ মিনিটে ম্যাথিউস কানহার হেড রুখে দেন ইরা। ৭৭ মিনিটে ক্লদিনহোর ডান পায়ের শটও আটকান তিনি। ৮২ মিনিটে ক্লদিনহোর একই পায়ের শট একটুর জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

চার মিনিট পর গুয়েলার্মা আরেনার বাঁ পায়ের শট আটকে দেন ইরা। শেষদিকে ডিয়েগো কার্লোস, ম্যালকমরা একের পর এক চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেননি। ফলে ০-০ সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবশ্য শেষ ষোলোয় ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে গেছে দানি আলভেজের নেতৃত্বে অলিম্পিকে যাওয়া ব্রাজিল। আগামী বুধবার বাংলাদেশ সময় বেলা দুইটায় সৌদি আরবের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে নামবে ব্রাজিল।

এই মুহূর্তে সৌদি আরব গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলছে জার্মানির বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় সৌদি আরব। দুই ম্যাচে ৪ পয়েন্ট আইভরি কোস্টেরও।