ফুটবল

নেইমার কি তবে পিএসজির ‘শেষের মহানায়ক’ হচ্ছেন!

Neymar bi-cycle Goalজয়টা পিএসজির জন্য খুব দরকার ছিল। কেননা এই জয়ের সুবাদে লীগ ওয়ানের শীর্ষস্থানটা দখলে নিয়েছে ফরাসি ক্লাবটি। এখন পর্যন্ত ৯ ম্যাচ থেকে ২১ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। দুইয়ে থাকা নঁতের অর্জন পিএসজির সমান ম্যাচ থেকে ১৯ পয়েন্ট। তিন আছে অ্যাঞ্জার্স। তারাও ৯টি ম্যাচে অংশ নিয়েছে। আর পয়েন্ট ১৬। তবে শিরোপাপ্রত্যাশী লিঁও এবার অনেকটা পেছনে। আট ম্যাচ খেলে ৯ পয়েন্ট পাওয়ায় ১৩ নম্বরে নেমে গেছে দলটি।শুরুটা হয় পাওলো সারাবিয়াকে দিয়ে। ১৩তম মিনিটেই প্যারিসের গ্যালারিতে প্রথম উদযাপনের উপলক্ষ এনে দেন এই স্প্যানিশ। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাওরো ইকার্দি। যেটা পিএসজির হয়ে লীগে তার প্রথম গোল।

See also  নেইমারকে পেতে ডেম্বেলে-কৌতিনহোর পাশাপাশি ৪০ মিলিয়ন দেয়ার প্রস্তাব বার্সেলোনার

ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে বাঁ পায়ের দারুণ শটে অ্যাঞ্জার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নেইমার। এই মৌসুমে যেটা ব্রাজিলিয়ান সেনসেশনের চতুর্থ লীগ গোল। কাকতালীয়ভাবে শনিবার অ্যাঞ্জার্স বিপক্ষেও এটি ছিল পিএসজির চার নম্বর গোল। চোট কাটিয়ে ফেরার পর এখন পর্যন্ত ফরাসি জায়ান্টদের হয়ে চারটি গোল করেছেন নেইমার। ওই চারটিই আবার ম্যাচের ৭০ মিনিট পর। লীগ ওয়ানের এই মৌসুমে যেটা অন্য কোনো খেলোয়াড় পারেননি। যেন পিএসজির শেষের নায়ক নেইমারই।দুই গোল খাওয়ার পর খানিকটা ম্যাচে ফেরার আভাস দেয় অ্যাঞ্জার্স। তবে প্রথমার্ধের শেষ দিকে পিএসজির বিপদসীমায় নিয়মিত বিরতিতে ভয় ধরিয়েও পারেনি কাঙ্ক্ষিত গন্তব্যে নোঙর করতে। উল্টো দ্বিতীয়ার্ধে নেমে আরও দুই গোল হজম করে অ্যাঞ্জার্স। ৫৯তম মিনিটে ইদ্রিসা গিয়ের গোলে স্কোরলাইন ৩-০ করে পিএসজি। আর ৯০তম মিনিটে নেইমারে পূরণ হয় পিএসজির গোলের হালি।

দিনটা ইকার্দির জন্য একটু স্পেশাল। ইন্টারের হয়ে লম্বা একটা সময় ইতালিয়ান লীগে ছিলেন। সেখানে শুরুর দিকে বল পায়ে নৈপুণ্য দেখালেও ধীরে ধীরে ছন্দ হারিয়ে ফেলেন। তাতে ইন্টারও তার ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়। গত ট্রান্সফার উইন্ডোতে ধারে পিএসজিতে পাঠায় ইকার্দিকে। এরই মধ্যে ফরাসি ক্লাবের হয়ে চার ম্যাচ খেলে ফেলেছেন। তবে লীগ ওয়ানে অ্যাঞ্জার্স বিপক্ষেই অভিষেক গোলের দেখা পেলেন। তার আগে চ্যাম্পিয়ন্স লীগে দুই ম্যাচে অংশ নিয়ে করেছেন এক গোল। একই সঙ্গে নেইমারের দুর্দান্ত ফর্ম পিএসজির জন্য স্বস্তির। একের পর এক চোটের ধকল কাটিয়ে শেষমেশ চেনা ছন্দে নেইমারকে পেয়ে তৃপ্তির ঢেুঁকর গিলতেই পারে বর্তমান লীগ চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *