গ্রিন ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রাজ্জাক
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করেন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় তাকে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, ট্রেজারার মো. শহীদ উল্লাহ্, ডীন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকীসহ বিশ্ববিদ্যালয় পরিবার বরণ করে নেয়।
অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেক্ট্রনিক্স বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. মো. রাজ্জাক।
পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার কিয়ং হি ইউনিভার্সিটিতে পিএইচডি করেন ২০০৯ সালে। সেখানেই ২০০৯-২০১১ পর্যন্ত রিচার্স প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের স্টেটফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন ড. মো. আব্দুর রাজ্জাক। দেশ ও দেশের বাইরের খ্যাতিমান জার্নালে শতাধিক গবেষণা প্রবন্ধ রয়েছে তার।
অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, মানসম্মত শিক্ষাদান প্রক্রিয়ায় ইতোমধ্যেই গ্রিন ইউনিভার্সিটি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সকলের সহযোগিতায় এই ধারা উত্তোরত্তর এগিয়ে নেয়ার প্রত্যাশার ব্যক্ত করেন তিনি।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.