ফুটবল

নেইমার বিহীন পিএসজি ”ট্রফি দেস চ্যাম্পিয়নস” শিরোপা জিতে নিয়েছে

PSG-win-record-breaking-ninth-Trophee-des-Champions

রেনেঁকে ২-১ গোলে হারিয়ে ফরাসি সুপার কাপের (ট্রফি দেস চ্যাম্পিয়নস) শিরোপা জিতে নিয়েছে পিএসজি। ম্যাচে খেলেননি নেইমার। ট্রফি জেতার পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করতেও দেখা যায়নি তাঁকে।
গত এপ্রিলে ফরাসি কাপের ফাইনালে এই রেনেঁর কাছে হেরেই মেজাজ হারিয়েছিলেন নেইমার, রানার্সআপ মেডেল নিতে গিয়ে বিপক্ষ দলের এক সমর্থকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন, তেড়ে মারতে যান। এবার আর রেনেঁর কাছে হারতে হয়নি পিএসজিকে। মৌসুম সূচক সুপার কাপের ফাইনালে রেনেঁকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি তুলে নিয়েছে পিএসজি। তাতে কী? ট্রফি উৎসবে চুপচাপ থেকে সবার নজর আলাদাভাবে কেড়েছেন এই ব্রাজিল তারকা।
নেইমার পিএসজিতে সুখে নেই, যে করেই হোক বার্সেলোনায় ফিরতে চাইছেন আবার, এ কথা নতুন নয়। গতকাল সে কথাটা এভাবেই আরেকবার মনে করিয়ে দিলেন যেন!
তবে এই ম্যাচেও হারের শঙ্কা ঘিরে ধরেছিল পিএসজি শিবিরকে। ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন হুনুর গোলে ১৩ মিনিটেই এগিয়ে যায় রেঁনে। বেশ কিছু আক্রমণ করেও গোল পাচ্ছিল না পিএসজি। প্রথমার্ধে আর গোল শোধ করা হয়নি পিএসজির। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। পরে ম্যাচের ৭৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার অ্যানহেল ডি মারিয়া। রেনেঁ আর গোল শোধ করতে পারেনি পরে। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
ম্যাচে নেইমারকে খেলাননি কোচ টমাস টুখেল। এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি, তাই বেঞ্চেও রাখা হয়নি তাঁকে। তাঁর জায়গায় খেলেছেন দলে নতুন আসা স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়া।

See also  নেইমারের বিরুদ্ধে কি সাক্ষ্য দিলেন সেই মডেল কন্যা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *