ফুটবল

আবারো সুপার ক্লাসিকোয় মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

brazil vs argentina

আবারও প্রীতি ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। শুধু আমেরিকা অঞ্চলে নয় গোটা ফুটবল বিশ্বের কাছে এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। আগামী ১৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদে গড়াবে কাঙ্ক্ষিত ম্যাচটি। দুদলের দ্বৈরথ মানেই ফুটবলপ্রেমীদের কাছে এক অন্যরকম অনুভূতি। এর রয়েছে দীর্ঘদিনের ফুটবল ইতিহাস- ঐতিহ্য। যে কারণেই এটি সুপার ক্লাসিকো নামেও সমধিক পরিচিত।

১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। ওই ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। সবশেষ দুদল মুখোমুখি হয় এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে। ঘরের মাঠে তাতে আর্জেন্টাইনদের ২-০ গোলে হারিয়ে বিদায় করে দেন ব্রাজিলিয়ানরা। শিরোপাও জেতেন সেলেকাওরা। এ দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে ১১১টি ম্যাচে মাঠে নেমেছে দুদল। ৪৬টিতে জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জয় পেয়েছে ৩৯টিতে। বাকি ২৬ ম্যাচ ড্র হয়েছে। তবে পরিসংখ্যান যাই হোক না কেন সুপার ক্লাসিকোর প্রতিটি ম্যাচই থাকে পরিসংখ্যান আর আধিপত্যের উর্ধ্বে। একটি দ্রুপদী লড়াইয়ের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

See also  অনলাইনে দেখুন আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই! কয়েকটি লিংক দেয়া হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *