ফুটবল

তিন মাস পর মাঠে ফিরেই ব্রাজিলের ত্রাতা নেইমার এবং সর্বোচ্চ গোলদাতার তালিকায়!

Dani Alves to replace Neymar as Brazil captain at Copa America

তিন মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার। পিএসজি তারকার দ্বিতীয়ার্ধের গোলে কলম্বিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

জুনের শুরুতে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে পড়েছিলেন নেইমার। সুস্থ হয়ে চলতি মৌসুমে ক্লাবে ফিরলেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় ক্লাবের কোনো ম্যাচে এখনও তাকে মাঠে নামাননি পিএসজি কোচ টমাস টুখেল। অবশেষে তিন মাস পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরেই আলো ছড়ালেন ২৭ বছর বয়সী তারকা। গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রেখেছেন অবদান। ম্যাচের ১৯ মিনিটে নেইমারের বাঁকানো কর্নার থেকে হেডে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।

See also  ইনজুরিতে আবার মাঠের বাইরে নেইমার

ব্রাজিলের জার্সিতে ৯৮ ম্যাচে এটি তার ৬১তম গোল। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের সামনে আছেন শুধু রোনালদো (৬২) ও পেলে (৭৭)। লস অ্যাঞ্জেলেসে আগামী বুধবার পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকা ব্রাজিল। জুলাইয়ে পেরুকে হারিয়েই নবমবারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতেছিল তিতের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *