ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা আলভেসের

ক্যারিয়ারে এ পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিতে খেলেছেন দানি আলভেস। সম্ভব হলে ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলতে চান পিএসজির অভিজ্ঞ এই ডিফেন্ডার। ৩৬ বছর বয়সী আলভেসের ভান্ডারে এ পর্যন্ত লা লিগা, সেরি আ ও লিগ ওয়ানে খেলার অভিজ্ঞতা রয়েছে। চলতি মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ান ও ফরাসি সুপার কাপ শিরোপা জয়ের পর ব্রাজিলের এই ফুটবলারের ক্যারিয়ারে মোট জেতা ট্রফির সংখ্যা এখন ৪০টি।

সম্প্রতি ইএসপিএন এফসির সঙ্গে সাক্ষাৎকারে ইংল্যান্ডে খেলার ইচ্ছা প্রকাশ করেন আলভেস। অবশ্য পিএসজিতে তার আরও এক মৌসুম থাকার বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান ব্রাজিলিয়ান এই রাইট-ব্যাক। “(ইংল্যান্ডে খেলার বিষয়ে) আমি বলেছিলাম, আমি হয়তো পছন্দ করতাম। এটা একটা স্বপ্ন নয় কারণ প্রচেষ্টার মাধ্যমে আমি আমার স্বপ্নকে সত্যি করে তুলি।”

See also  ১০ বছর পর প্রথম ম্যাচ হারল মেসি বিহীন বার্সা! নেইমার নেইমার স্লোগান বার্সেলোনা সমর্থকদের

“এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লিগ। পেশাদার খেলোয়াড়দের যে সম্মান দেওয়া হয় তা আমি পছন্দ করি। … যদি একজন খেলোয়াড় নিজের সর্বোচ্চটা দেয়, সে সম্মান পায়।” “ইউরোপের অন্য লিগগুলোতে, আপনি যদি ম্যাচ না জিতেন তাহলে আপনি কোনো সম্মান পাবেন না। আমার সে সমস্যা নেই … আমি একজন বিজয়ী।”