Football

কাতার বিশ্বকাপ ২০২২ঃ বাছাইয়ে বাংলাদেশের সঙ্গী ভারত

Fifa World Cup-Qatar 2022

বাছাইয়ের প্রথম রাউন্ড পেরুনো ছয়টি এবং র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আরও ৩৪টিসহ মোট ৪০ দল নিয়ে বুধবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ‘ই’ গ্রুপের পাঁচ দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে কাতার। ৫৫তম অবস্থানে আছে এশিয়ান কাপের চ্যাম্পিয়নরা।

বাকিরাও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশের (১৮৩তম) চেয়ে। ওমান ৮৬তম, ভারত ১০১তম এবং আফগানিস্তান ১৪৯তম স্থানে আছে। কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্বের ই-গ্রুপে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে গ্রুপ ই-তে বাংলাদেশ ছাড়াও খেলবে-কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান ১০ সেপ্টেম্বর আফগানিস্তানে অ্যাওয়ে ম্যাচ দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করবে বাংলাদেশ।

এশিয়ার ৪০টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে দেয়া হয়। প্রতিটি গ্রুপে ৫টি করে দল বাছাই করা হয় লটারির মাধ্যমে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাছাই পর্বের খেলাগুলো শুরু হবে। এই আট গ্রুপের সেরা দল এবং বাকি ৩২ দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা ৪টি দল। সবমিলে ১২টি দল ২০২৩ সালে চীনে অনুষ্ঠেয় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে।

গত ১১ জুন বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সবশেষ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, জর্ডান, কিরাগিজস্তান ও তাজিকিস্তান। সেবার অবশ্য ৮ ম্যাচ খেলে কোনো জয় পায়নি বাংলাদেশ। ১টি ম্যাচ হয়েছিল ড্র।

এ ছাড়া কাতার ২০২২ বিশ্বকাপের স্বাগতিক। স্বাগতিক দল হিসেবেই তাদের বিশ্বকাপ নিশ্চিত হলেও এশিয়ান কাপের জন্য খেলতে হচ্ছে বাছাইপর্ব। যেহেতু একই বাছাইপর্বের মধ্যে দিয়েই চূড়ান্ত হবে বিশ্বকাপ ও এশিয়ান কাপের দল। বিশ্বকাপের স্বাগতিক দলকে গ্রুপে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ কোচ, ‘গ্রুপিং দেখে আমি খুব খুশি। ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ আমাদের গ্রুপে পড়েছে। দারুণ একটা অভিজ্ঞতা হবে আমাদের।’

দেখে নিন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপগুলো-

  • গ্রুপ-‘এ’: চীন, সিরিয়া, ফিলিপাইন, মালদ্বীপ, গুয়াম
  • গ্রুপ-‘বি’: অস্ট্রেলিয়া, জর্ডান, চীনা তাইপে, কুয়েত, নেপাল
  • গ্রুপ-‘সি’: ইরান, ইরাক, বাহরাইন, হংকং, কম্বোডিয়া
  • গ্রুপ-‘ডি’: সৌদি আরব, উজবেকিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, সিঙ্গাপুর
  • গ্রুপ-‘ই’: কাতার, ওমান, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ
  • গ্রুপ-‘এফ’: জাপান, কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার, মঙ্গোলিয়া
  • গ্রুপ-‘জি’: আরব আমিরাত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
  • গ্রুপ-‘এইচ’: দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লেবানন, তুর্কমিনিস্তান, শ্রীলঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *