ক্রিকেট

কন্যাদের নিয়ে ওমরাহ হজে আফ্রিদি, দেখুন ছবি ও আফ্রিদির মন্তব্য

মাহে রমজানের পবিত্র মাসে নিজের কন্যাদের নিয়ে ওমরাহ হজ পালন করতে মক্কা শরিফে অবস্থান করছেন শহীদ আফ্রিদি। পবিত্র এই মাসে ওমরাহ পালন করতে গিয়ে টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, এই পবিত্র রমজান মাসে, মক্কা শরীফে উপস্থিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা সত্যিই দারুণ ব্যাপার। যদি কেউ রমজান মাসে ওমরাহ পালনের সুযোগ পায় তাহেল সে যেন তা মিস না করে।

ছবির ক্যাপশনে আফ্রিদি লিখেছেন, ‘এই পবিত্র রমজান মাসে, মক্কা শরিফে উপস্থিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা সত্যিই দারুণ ব্যাপার। যদি কেউ রমজান মাসে ওমরাহ পালনের সুযোগ পায় তাহেল সে যেন ওই সুযোগ কোনোভাবেই না হারায়।’

See also  মোস্তাফিজকে ভিন গ্রহের বোলার মনে করছে অস্ট্রেলিয়া, স্লোয়ার-কাটারে বিভ্রান্ত

পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ৫২৪ ম্যাচ খেলে ৫৪১ উইকেট শিকার করেন আফ্রিদি। এ ছাড়া ব্যাট হাতে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহ করেন এই অলরাউন্ডার। বাবার ইচ্ছায় ২০০০ সালের ২১ অক্টোবর মামাতো বোন নাদিয়াকে বিয়ে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। একে একে তাদের কোল আলো করে পৃথিবীর মুখ দেখে চার কন্যা সন্তান- আকসা, আসমারা, আনশা ও আজওয়া।

আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ আফ্রিদি জানিয়েছিলেন, ‘গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কী, একেক জনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওরা সবাই আশীর্বাদের মতো।’

See also  অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের গোহারা! অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ কবে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান?

আফ্রিদি লিখেছিলেন, ‘আমি চাইব না তারা আমার মতো ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নিক। শুধু ক্রিকেট নয়, যেসব খেলা ঘরের বাইরে গিয়ে খেলতে হয়, আমি চাই না আমার মেয়েরা সেসব খেলা খেলুক। হ্যাঁ, ঘরের ভেতরে যেকোনো খেলায় ক্যারিয়ার গড়তে চাইলে তারা গড়তে পারে। কিন্তু ঘরের বাইরের কোনো খেলায় আমার মত নেই। ওদের মায়ের সঙ্গেও আমি এ নিয়ে কথা বলেছি। সেও আমার সঙ্গে একমত। সামাজিক ও ধর্মীয় অনুশাসনের কথা বিবেচনায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নারীবাদীরা আমাকে যা খুশি বলতে পারেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।’

See also  বিশ্বকাপে বাংলাদেশের সূচিতে ফের পরিবর্তন! দেখে নিন নতুন সূচী

এই লেখা প্রকাশ পাওয়ার পর থেকেই সৃষ্টি হয়েছে বিতর্কের। এমন মন্তব্যের কারণে আফ্রিদিকে নারীবিদ্বেষী বলছেন অনেকে। সামজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে নিয়ে চলে সমালোচনাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *