ক্রিকেট

দেখুন ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হচ্ছেন কে!

England CWC 2019

এদিকে এখান থেকেই আবার আগামী বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলন ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক টিম ডিরেক্টর এন্ড্রু স্ট্রস। এ সময় স্ট্রস আরও বলেন, ‘প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিতে অধিনায়ক মরগ্যান এভারেস্টের চূড়ায় উঠেছে এবং দায়িত্ব তিনি চালিয়ে যাবেন কিনা সেটা তার সিদ্ধান্ত।’
এ ব্যাপারে তিনি বলেন, ‘মরগ্যান যদি অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে না চায় তবে তার বদলি হিসেবে সীমিত ওভারে অধিনায়ক হতে পারেন জস বাটলার। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে ভারতে। তখন মরগ্যানের বয়স হবে ৩৬ বছর। তবে আসন্ন ২০২০ টি-২০ বিশ্বকাপে তারই অধিনায়ক থাকার সম্ভাবনা আছে।’
এ বিষয়ে ইএসপিএনকে স্ট্রস আরও বলেন, ‘আমি মনে করি জস একজন অসাধারণ ক্রিকেটার ও অসাধারণ ব্যক্তি, সে ম্যাচ খুব ভাল বুঝতে পারে। সুতরাং অধিনায়ক পদটি যদি খালি হয় তবে সে-ই হবে শক্ত প্রার্থী।’
উল্লেখ্য যে, দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ইয়ান মরগ্যানের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে ইংল্যান্ড। এর আগে বাংলাদেশের কাছে পরাজিত হয়ে গত আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়া ইংলিশরা এবার ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপাই জিতে নেয়।

See also  অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের গোহারা! অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ কবে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *