ফুটবল

দেখে নিন কে এই ২ হাজার ৬৬৬ কোটি টাকার খেলোয়াড়!

 জিদানের সব পরিকল্পনা এখন কিলিয়ান এমবাপ্পেকে ঘরে। ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাই করবেন জিদান।

২৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি থেকে রিয়ালে আনা হবে এমবাপ্পেকে। বাংলাদেশি মূল্যমানে ২ হাজার ৬৬৬ কোটি টাকা মাত্র! নেইমারের জন্য বিশ্ব রেকর্ড গড়তে পিএসজির খরচ হয়েছিল ২২২ মিলিয়ন। সেই অবিশ্বাস্য অঙ্কটাও এখন অনেক কম মনে হচ্ছে।
ফ্রান্স ফুটবলের দাবি ক্রিস্টিয়ানো রোনালদোর শূন্যস্থান পূরণ করতে এমবাপ্পেকেই বেছে নিচ্ছেন জিদান। আর এ জন্য ২৮০ মিলিয়ন ইউরো আলাদা করে রাখা হচ্ছে। ১৪ বছর বয়সেই রিয়ালের নজরে পড়েছিলেন এমবাপ্পে। জিনেদিন জিদানের আগ্রহ সত্ত্বেও মোনাকোকেই বেছে নিয়েছিলেন প্যারিসের কিশোর। সে সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ মিলেছে ২০১৭ সালে। তাঁর জন্য ১৮০ মিলিয়ন ইউরো খরচ করতে চেয়েছিল রিয়াল। কিন্তু বেল-বেনজেমা-রোনালদো ত্রয়ীকে টপকে খেলার সুযোগ কম পাবেন বলে সেবার আসেননি এমবাপ্পে।

See also  পগবার ওমরাহ পালনের ছবি ভাইরাল! পবিত্র রমজানে ওমরাহ পালন করতে মক্কায় গেল পগবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *