ফুটবল

বার্সায় যাবার গুঞ্জনের মধ্যেই পিএসজির অনুশীলনে অবশেষে নেইমার!

Neymar-the king of modern football

পিএসজির প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে আগেই। এতদিন তাতে অংশ নেননি নেইমার! এ নিয়ে শুরু হয় গুঞ্জন। এতে নেইমারের দলবদলের গুঞ্জনে যোগ হয় বাড়তি রসদ। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে যেতে পারেন এই ফরোয়ার্ড। তাছাড়া কাতালান ক্লাবটি থেকেও জানানো হয়েছিল, নেইমার বার্সেলোনায় ফিরতে আগ্রহী। এর মধ্যে তার পিএসজির অনুশীলনে যোগ না দেয়ার গুঞ্জন আরও বাড়ে। 
অবশেষে ফরাসি জায়ান্টদের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। ব্রাজিলের কোপা আমেরিকার দলে থাকলেও ইনজুরির দরুন ছিটকে পড়েন নেইমার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, রোববার সন্ধ্যায় সাও পাওলো থেকে উড়াল দিয়ে পরদিন সকালে পিএসজির ক্যাম্প দেস লোগেস ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছেন নেইমার। প্রায় এক সপ্তাহ পর অনুশীলনে ফেরার কারণ ব্যাখ্যা করতে হবে এখন সাবেক বার্সেলোনা তারকাকে। 

See also  এবার ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা দিলেন মোহামেদ সালাহ!

এদিকে নতুন খবর হচ্ছে,  বার্সেলোনা তাকে পেতে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ফিলিপে কৌতিহনহো এবং উসমান ডেম্বেলেকে দিতে চায়। শুধু দুই খেলোয়াড়ই নয়, সঙ্গে ৪০ মিলিয়ন ইউরোও দিতে রাজি কাতালানরা।

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *