ক্রিকেট

সাকিবের অনন্য রেকর্ড! বিরাট কোহলির পরেই সাকিব

Shakib Al Hasan Records

কমপক্ষে ২০ ইনিংসে ব্যাট করা তিন নাম্বার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড় বিরাট কোহলির ৬৩.৩। আর এরপরেই আছে সাকিব আল হাসান। তিন নাম্বারে ব্যাট করে তার গড় ৬০.৩। এই লিস্টের ৩ নাম্বারে আছেন ইংল্যন্ডের জো রুট তার গড় ৫৮.২। চার নাম্বারে আছেন স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলয়েড তার গড় ৫৭.৬ । পাঁচ নাম্বারে আছেন স্যার ভিভেন রিচার্ডস তার গড় ৫৭.৬।
তিন নাম্বারে ব্যাটিং শুরু করার পর থেকেই রানের ফোয়ারা ছুটছে সাকিবের ব্যাটে। বিশেষ করে এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ৪২৫ রান। তাই তিন নাম্বারে তার গড়ও আকাশছোয়া।

See also  ভারত কি তাহলে হারার জন্যই খেলেছে: দেখুন বিশেষজ্ঞদের সমালোচনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *