Cricket

দেখে নিন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ও কোন টিভি চ্যানেলে দেখাবে

দেখে নিন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি

Australia VS Bangladeshতিনদিনের কোয়ারেন্টাইনের পর শুরু হবে ব্যাট-বলের লড়াই। অস্ট্রেলিয়ার সফরসূচি আগেই চূড়ান্ত ছিল, বাকি ছিল ম্যাচ সূচি চূড়ান্তের বিষষটি। অবশেষে সেই ঘোষণাও এসে গেলো। সিরিজের প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়। সূচি অনুযায়ী দুই দলের মাঠের লড়াই শুরু ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ৭ দিনে ৫ ম্যাচ।

২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যদিও গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে যায় দুই মাস আগেই। এবার যদিও আসছে, তবে অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা।

যদিও এই করোনা কালে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই দর্শকদের। অস্ট্রেলিয়ার কঠিন শর্ত মেনে প্রস্তুতি প্রায় শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। শহরে দুই দিন আগেই চলে এসেছে অজি ক্রিকেট দল। ৩ আগষ্ট শুরু মাঠের লড়াই।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জশ হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সূচি:

  1. ৩ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
  2. ৪ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
  3. ৬ আগস্ট: ‍তৃতীয় টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
  4. ৭ আগস্ট: চতুর্থ টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
  5. ৯ আগস্ট: পঞ্চম টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
  • সব ম্যাচ হবে দিবারাত্রি

অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখতে হলে দর্শকদের টেলিভিশন পর্দায় চোখ রাখতে হবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এবং আরেক জনপ্রিয় চ্যানেল জিটিভিতে। এছাড়া র