International

মোহাম্মদ সালাহ ফিলিস্তিনিদের ওপর হামলা থামাতে বিশ্ব নেতাদের যে আহ্বান জানান

মোহাম্মদ সালাহ ফিলিস্তিনিদের ওপর হামলা থামাতে বিশ্ব নেতাদের যে আহ্বান জানান

Mohammad Salah

আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। মঙ্গলবারও (১১ মে) একাধিকবার আক্রমণ চালিয়েছে ইসরাইল। এতে নিরস্ত্র ফিলিস্তিনি অনেকে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, স্থাপনা। এতে আরও জটিল আকার ধারণ করেছে ফিলিস্তিনের পরিস্থিতি।

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা থামাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের ‘ক্ষমতার মধ্যে সবকিছু’ করার আহ্বান জানিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

টুইটে সালাহ লেখেন, ‘আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে নিরপরাধ মানুষ হত্যা থামাতে আপনার ক্ষমতার মধ্যে যা করার সব করুন। যথেষ্ট হয়েছে।’

 

এর আগে জেরুজালেমের আল আকসা মসজিদের সামনে তোলা তার একটি ছবি টুইটারে প্রোফাইল ফটো হিসেবে শেয়ার করেন মিশরের এই তারকা ফুটবলার। মোহামেদ সালাহর মতো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে টুইট করেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ।

সোমবার ভোরে আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন তিনি। বিশ্বফুটবলের এই দুই তারকা ছাড়াও ইসরাইলি বাহিনীর বর্বর হামলার ঘটনায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাবের ফুটবলাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন।