ক্রিকেট

ভিডিওতে দেখুন বাংলাদেশকে নিয়ে স্টার স্পোর্টসের এ কেমন ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন!

Bangladesh VS India T20 Cricket

টি-টোয়েন্টিতে কখনই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মূলত সেটিকে থিম করে এ প্রমো ভিডিও বানিয়েছে স্টার স্পোর্টস। তাতে শেবাগকে বলতে শোনা গেছে, এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়; তা হলে যে কি করবে কে জানে?

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। ৩ নভেম্বর নয়াদিল্লিতে গড়াবে দুদলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে টাইগারদের নিয়ে ব্যঙ্গ করল স্টার স্পোর্টস।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেলটি। এর আগে একটি প্রমো ভিডিও প্রকাশ করেছে তারা। তাতেই বাংলাদেশকে ব্যঙ্গ করা হয়েছে। ব্যঙ্গাত্মক এ বিজ্ঞাপনে আছেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।
সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক ভিডিও প্রমো পোস্ট করেছে স্টার স্পোর্টস। তাতে ক্যাপশনে তারা লিখেছে- জনস্বার্থে জারি করা বীরেন্দ্র শেবাগের বার্তা- পেটিএম টি২০ ট্রফি #INDvBAN-এ হারা যাবে না!

See also  ত্রিদেশীয় সিরিজের দলে চমক! ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

টি২০ ম‍্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারত কি অপরাজেয় তকমা ধরে রাখতে পারবে?
উত্তর জানতে চোখ রাখুন
৩রা নভেম্বর, সন্ধ্যা ৬টা থেকে
স্টার স্পোর্টস ও হটস্টারে

https://youtu.be/vjKZOl_jAmM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *