Corona Virus

কুমিল্লায় করোনায় আরও ১২ জনের মৃ’ত্যু, মোট মৃতের সংখ্যা সাতশো ছাড়াল

করোনায় মৃতের সংখ্যাশনিবার (৩১ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও দশজন পুরুষ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১১ জনে। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দাউদকান্দিতে তিন, কুমিল্লা সিটি করপোরেশন, লালমাই ও বরুড়া উপজেলায় দুইজন করে এবং চান্দিনা, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলায় একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। কিন্তু কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনার ভয়াবহতা। সরকারি ও বেসরকারি যেসব হাসপাতালে কোভিড ইউনিট চালু হয়েছে সেখানেও করোনা রোগীর জন্য সিটি মিলছে না। আর আইসিইউ তো সোনার হরিণ।