করোনা ভাইরাস

কুমিল্লায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৬ জন

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষায় ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৬৯৬ জনে। আক্রান্তের হার ২৭ দশমিক ২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৯৭ জন, আদর্শ সদরের আটজন, সদর দক্ষিণের একজন, বুড়িচংয়ের আটজন, চান্দিনার আটজন, চৌদ্দগ্রামের ৪১ জন, দেবীদ্বারের পাঁচজন, দাউদকান্দির দুইজন, লাকসামের ১১জন, লালমাইয়ের ১৫জন, নাঙ্গলকোটের একজন, বরুড়ার ৪৪ জন, মুরাদনগর উপজেলার পাঁচজন রয়েছেন।

See also  করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল ৭৭ প্রতিষ্ঠান, ফি ৭০০ টাকা

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। ৭ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জনের মৃত্যু হয়।