Corona Virus

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮৪৬ জন, পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে

কুমিল্লায় দিন দিন অবনতির দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

ডেঙ্গু জ্বর ও করোনার লক্ষণ এক হলেও পার্থক্য বুঝবেন কিভাবে?

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮৪৬ জন।

গুরুতর করোনা রোগীদের যে কয়েকটি পরীক্ষা করতে বলেন চিকিৎসকেরা

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দুই হাজার ৬৩ জনের নমুনা পরীক্ষায় ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৩৬৪ জনে। আক্রান্তের হার ৪১ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৯১ জন, আদর্শ সদরে ১৬, সদর দক্ষিণে ১৪, বুড়িচংয়ে ৪১, ব্রাহ্মণপাড়ায় ৪২, চান্দিনায় ৩৫, চৌদ্দগ্রামে ৩৭, দেবিদ্বারে ৬২, দাউদকান্দিতে ৬৩, লাকসামে ১৩০, লালমাইতে ৮, নাঙ্গলকোটে ৫৫, বরুড়ায় ৭৫, মনোহরগঞ্জে ৪৩, মুরাদনগরে ৯৯, মেঘনায় ১৫ এবং হোমনা উপজেলার ২০ জন রয়েছেন।

করোনা মহামারীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে খাবারগুলো প্রয়োজন

স্থানীয়রা বলছেন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্টের রোগী দিনকে দিন বাড়ছে। কুমিল্লা মেডিক্যালসহ কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে রোগীর ঠায় মিলছে না। প্রতিদিন ঝরছে প্রাণ।

এছাড়াও গেল ১ সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে প্রাণ হারিয়েছেন ৬১ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪৭ জন।

কোভিড-১৯: জেনে নিন শরীরে অক্সিজেন কমে গেলে জানবেন কিভাবে, কি করবেন

উপসর্গ নিয়ে হাসপাতাল এবং বাড়িতে মারা গেছেন এমন আরো অনেকে। হাসপাতালে মারা যাওয়া করোনা পজিটিভ রোগীদের পরিসংখ্যান মিললেও উপসর্গ এবং বাড়িতে মৃত্যুর সঠিক কোনো পরিসংখ্যান মিলছে না।

করোনার নতুন স্ট্রেইনে যে ৭টি লক্ষণ প্রকাশ পেয়েছে