করোনা ভাইরাস

কুমিল্লায় একদিনে করোনায় শনাক্তের রেকর্ড, আরও ১৩ জনের মৃত্যু

কুমিল্লায় একদিনে করোনায় শনাক্তের রেকর্ড, আরও ১৩ জনের মৃত্যুকুমিল্লায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মঙ্গলবার, ৩ আগস্ট সকালে জেলা সিভিল সার্জন অফিস অফিস সূত্রে জানা যায় যে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ সময় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন।

করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু, ১৫ হাজারের বেশি শনাক্ত

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৪৩৭টি নমুনা পরীক্ষায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৭.৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৮৮ জনে- যা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।

See also  করোনা মহামারীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে খাবারগুলো প্রয়োজন

ডেঙ্গু জ্বর ও করোনার লক্ষণ এক হলেও পার্থক্য বুঝবেন কিভাবে?

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭৪ জন, আদর্শ সদরের ৪৩ জন, সদর দক্ষিণের ৩২ জন, ব্রাহ্মণপাড়ার ২৫ জন, চান্দিনার ৪৭ জন, বুড়িচংয়ের ৩৮ জন, চৌদ্দগ্রামের ৯৭ জন, লাকসামের ৫৬ জন, দেবীদ্বারের ৫৭ জন, দাউদকান্দির ৪৪ জন, লালমাইর ৪০ জন, নাঙ্গলকোটের ৫৬ জন, বরুড়ার ৬১ জন, মনোহরগঞ্জের ৩৭ জন, মেঘনার ১৪ জন, মুরাদনগরের ৬৩ জন, তিতাসের ১২ জন এবং হোমনা উপজেলার ২৮ জন রয়েছেন।

করোনা মহামারীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে খাবারগুলো প্রয়োজন

See also  গুরুতর করোনা রোগীদের যে কয়েকটি পরীক্ষা করতে বলেন চিকিৎসকেরা