Corona Virus

কুমিল্লায় করোনার দাপট চলছেই, একদিনে শনাক্তের রেকর্ড, ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৭৩২টি নমুনা পরীক্ষায় অতীতের সব রেকর্ড ভেঙে ১ হাজার ১৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ২৭৮ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৫২ জন, আদর্শ সদরের ৩৭ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৫ জন, চান্দিনার ৪৫ জন, দেবীদ্বারের ৫৩ জন, দাউদকান্দির ৬৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৪২ জন, চৌদ্দগ্রামের ২৩ জন, লাকসামের ৭৮ জন, লালমাইর ৪৫ জন, নাঙ্গলকোটের ৬৯ জন, বরুড়ার ৮৬ জন, মনোহরগঞ্জের ৩৪ জন, মুরাদনগরে ৬৮ জন, মেঘনার ২৫ জন, তিতাসে ২৮ জন এবং হোমনা উপজেলার ৫৪ জন রয়েছেন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে করোনার সংক্রমণ কমানো যায়, সেই লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে, কোন ক্রমেই এর দাপট থামানো বা কমানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৬৩৮ জনে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জন।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও আশার বাণী হচ্ছে নতুন রোগী শনাক্ত ও রোগী শনাক্তের হার কমেছে।