Corona Virus

কুমিল্লায় করোনায় আক্রান্ত রোগী বেড়েই চলছে, শনাক্ত ৩০ হাজার ছাড়াল

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, জুলাইয়ে কুমিল্লা জেলায় গড়ে প্রতিদিন আটজন মারা গেছেন। প্রতিদিন গড়ে করোনায় শনাক্ত হয়েছেন ৪৫৩ জন। স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ পাড়া–মহল্লায় ছড়িয়ে পড়েছে। আগস্টেও সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও।

ডায়াবেটিসের লক্ষণ কী কী। কিভাবে নিশ্চিত হবেন আপনার ডায়াবেটিস হয়েছে?

জেলায় জুলাইয়ে করোনা শনাক্ত হয় ১৪ হাজার ৫৩ জনের, মারা গেছেন ২৪৩ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৮ জন। জুলাইয়ে ৩৬ হাজার ৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রতিবেদনে আসে ৩৪ হাজার ৮২৪ জনের। ১ হাজার ৮০৭ জনের প্রতিবেদন এখনো দেওয়া হয়নি।

চুল পেকে যাচ্ছে? পাকা চুল কালো করার কয়েকটি ঘরোয়া টিপস!

আগস্টের দুই দিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩০ জনের, সুস্থ হয়েছেন ৫৪৯ জন, মারা গেছেন ২২ জন। ২০২০ সালের ৭ এপ্রিল এই জেলায় প্রথম করোনা শনাক্ত ও ১১ এপ্রিল প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত জেলায় ৩০ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮১৬ জন ও মারা গেছেন ৭৪২ জন।