Corona Virus

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, করোনা শনাক্ত হয়েছে আরও ২২৭ জন

করোনায় মৃতের সংখ্যাকুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১0 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে মারা গেছেন ১৩২ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৮৫২ জন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৭ জন।

আজ ১ হাজার ১০৫টি নমুনার মধ্যে ২২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। মারা গেছেন ১০ জন। ১২ আগস্ট শনাক্ত হয়েছেন ২৭০ জন, ১১ আগস্ট ২৮২ ও ১০ আগস্ট ৩০৯ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মারা গেছেন ১০ জন। এর মধ্যে পুরুষ পাঁচজন ও নারী পাঁচজন। মৃত ব্যক্তিদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৫২, ৬০ ও ৭৫ বছরের তিনজন নারী, বুড়িচংয়ে ৬৫ বছরের নারী, চৌদ্দগ্রামে ৬০ বছরের নারী ও ৭৫ বছরের পুরুষ, ব্রাহ্মণপাড়ায় ৫২ বছরের পুরুষ, নাঙ্গলকোটে ৬৫ বছরের পুরুষ, মনোহরগঞ্জে ৩৮ বছরের পুরুষ ও তিতাসে ৮০ বছরের পুরুষ রয়েছেন। এর আগে ১২ আগস্ট এ জেলায় ৯ জন, ১১ আগস্ট ৪ ও ১০ আগস্ট ১১ জন মারা গেছেন।