করোনা ভাইরাস

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, করোনা শনাক্ত হয়েছে আরও ২২৭ জন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, করোনা শনাক্ত হয়েছে আরও ২২৭ জনকুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১0 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে মারা গেছেন ১৩২ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৮৫২ জন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৭ জন।

আজ ১ হাজার ১০৫টি নমুনার মধ্যে ২২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। মারা গেছেন ১০ জন। ১২ আগস্ট শনাক্ত হয়েছেন ২৭০ জন, ১১ আগস্ট ২৮২ ও ১০ আগস্ট ৩০৯ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মারা গেছেন ১০ জন। এর মধ্যে পুরুষ পাঁচজন ও নারী পাঁচজন। মৃত ব্যক্তিদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৫২, ৬০ ও ৭৫ বছরের তিনজন নারী, বুড়িচংয়ে ৬৫ বছরের নারী, চৌদ্দগ্রামে ৬০ বছরের নারী ও ৭৫ বছরের পুরুষ, ব্রাহ্মণপাড়ায় ৫২ বছরের পুরুষ, নাঙ্গলকোটে ৬৫ বছরের পুরুষ, মনোহরগঞ্জে ৩৮ বছরের পুরুষ ও তিতাসে ৮০ বছরের পুরুষ রয়েছেন। এর আগে ১২ আগস্ট এ জেলায় ৯ জন, ১১ আগস্ট ৪ ও ১০ আগস্ট ১১ জন মারা গেছেন।

See also  জনসনের দাবি তাদের ভ্যাকসিন ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ প্রতিরোধে সক্ষম