বিনোদন

পরীমনি কাশিমপুর কারাগারে,এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড়

পরীমনি কাশিমপুর কারাগারে,এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড়মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই দফা রিমান্ড শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে পরীমনিকে। শুক্রবার রাত সাতটার দিকে তাকে প্রিজনভ্যানে করে ওই কারাগারে আনা হয়। পরীমনিকে মহিলা কারাগারের ভেতরে রজনীগন্ধা ভবনের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

পরীমনিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীরা বিকেল হতে কারা কমপ্লেক্স ফটকের সামনে ভীড় জমায়।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দুই দফায় রিমান্ড শেষে পরীমনিকে শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক।

See also  নোরা ফাতেহি মুক্তার তৈরি অন্তর্বাস পরে ঝড় তুললেন!

গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানকালে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ ও মদের বোতলসহ মাদকদ্রব্য জব্দ ও তাকে আটক করা হয়। এ ঘটনায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বনানী থানায় মামলা দায়ের করা হয়।