বিনোদন

দুবাইতে স্ত্রী ও ১৭ বছরের সন্তান, উত্তরে যা বললেন সালমান ভাই!

দুবাইতে স্ত্রী ও ১৭ বছরের সন্তান, উত্তরে যা বললেন সালমান ভাই!সালমান খানের বয়স ৫৫ হলেও এখনও বিয়ে করার নাম নেই। এখনও কেন বিয়ে করেননি, চিরকুমারই থেকে যাবেন? -ভক্তদের মুখে এ সব প্রশ্ন শুনতে শুনতে কান পেকে গেছে সালমানের। তাকে বলা হয় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। বয়সের ঘরে যোগ হয়েছে ৫৫ বছর। এখনো বিয়ের পিঁড়িতে বসেননি ভাইজান।

তার বিয়ে নিয়ে গুঞ্জন, আলোচনা বছরের পর বছর ধরে চলছেই। কিন্তু সব কিছুকে পাশ কাটিয়ে সাল্লু কেবল কাজেই ব্যস্ত আছেন। একের পর এক প্রেমের গুঞ্জন চলে তার। কিন্তু সংসার পেতে থিতু হয়েছেন এমনটি আর হচ্ছে না। যে কারণে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলা হয় এ সুপারস্টারকে।

এখনও কেন বিয়ে করেননি, চিরকুমারই থেকে যাবেন? -ভক্তদের মুখে এ সব প্রশ্ন শুনতে শুনতে কান পেকে গেছে সালমানের।

See also  ক্যাটরিনার বোন ইসাবেলা এবার বলিউড মাত করতে আসছেন!

অবশ্য তিনি কখনও রাগেন না। মজার ছলে জবাব দিয়ে বিষয়টি এড়িয়ে যান সবসময়।

Salman Khan Love with Katrina Kaif

কিন্তু এবার ঘটল উল্টোটা। গুঞ্জন উঠল, সালমান নাকি বিয়ে করেছেন। স্ত্রীকে লুকিয়ে রেখেছেন দুবাইয়ের কোনো এপার্টমেন্টে। তার নাকি ১৭ বছরের সন্তানও আছে!

বিয়ে নিয়ে সালমান সাধারণত কোনো মন্তব্য করেন না। তবে বুধবার (২১ জুলাই) মুখ খুললেন এই সুপারস্টার। জবাব দিলেন তার সম্পর্কে উঠে আসা একটি গুঞ্জনের।

সম্প্রতি সালমান তার ভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর একটি পর্বে অংশ নেন। সেই বিশেষ পর্বটি প্রচারে আসে ঈদের দিন। এখানকার একটি সেগমেন্ট হলো, সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানানো। এতে একজন নেটিজেনের মন্তব্য উত্থাপন করেন আরবাজ।

See also  ক্যাটরিনা কাইফ অবশেষে সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন!

শোয়ের একটি পর্বে সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান সালমান। এতে একজন নেটিজেনের মন্তব্য পড়ে শোনান আরবাজ খান।

প্রশ্নসহ মন্তব্যটি ছিল – ‘কোথায় লুকিয়ে আছো ভীতু? ভারতের সবাই জানে যে, তুমি দুবাইতে নিজের স্ত্রী নূর এবং ১৭ বছরের সন্তানের সঙ্গে আছো। ভারতের মানুষকে কত দিন মুর্খ বানিয়ে রাখবে?’

এটা প্রশ্নটা শুনে সালমান প্রথমে জানতে চান, ‘কাকে উদ্দেশ্যে এটা বলা হয়েছে?’ আরবাজ জানান, অবশ্যই তোমাকে নিয়ে।

তখন জবাবে সেই নেটিজেনকে ধুয়ে দেন সালমান খান। বলেন, ‘এসব মানুষ খুবই জ্ঞানী! একদম বাজে কথা এটা। আমি জানি না, এগুলো কে বলেছে বা কোথায় লেখা হয়েছে, তারা কী মনে করে এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমি তাদের গুরুত্ব দেব? ভাই, আমার কোনও বউ নেই। আমি ভারতেই থাকি, আর গোটা ভারত জানে আমি কোথায় থাকি সেই ৯ বছর বয়স থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না।’

See also  বলিউডের অভিনেত্রী সানা খান মাওলানা স্বামীকে নিয়ে হানিমুন করতে কাশ্মীরে!

প্রসঙ্গত, বিয়ে না করলেও সালমান খান এ পর্যন্ত বেশ কয়েকটি প্রেম করেছেন। তার প্রেমিকার তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ ও ইউলিয়া ভান্টুর। কিন্তু কারো সঙ্গেই সম্পর্কের পরিণতি দেননি তিনি।