ফুটবল

ফিরছেন নেইমার-সানচেজ | সেমিফাইনালে পধে চিলির পরীক্ষা নেবে ব্রাজিল

ফিরছেন নেইমার-সানচেজ | সেমিফাইনালে পধে চিলির পরীক্ষা নেবে ব্রাজিল

কোপা আমেরিকায় শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছেন নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন ব্রাজিলিয়ান প্রাণভোমরা। প্রতিপক্ষ চিলিও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারকা ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের ফেরায়। এতদিন কাফ মাসলের চোটে ভুগেছেন তিনি।

তিতের আক্রমণভাগে নেইমার-হেসুস-রিচার্লিসন, এই তিন বড় দুশ্চিন্তার কারণ হবে চিলির ডিফেন্সের জন্য। বদলি হিসেবে রয়েছেন এভারটন, ফিরমিনো, বারবোসার মত দারুণ সব তারকা ফুটবলার।

চুল পেকে যাচ্ছে? পাকা চুল কালো করার কয়েকটি ঘরোয়া টিপস!

ইকুয়েডর ম্যাচে খেলেননি নেইমার, দানিলো, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেড, হেসুস, রিচার্লিসনের মত ৮ জন সেরা ফুটবলার। আর তাই ঐ ম্যাচের ড্রকে পাত্তাই দিচ্ছেন না বিশ্লেষকরা। এই আটের সাথে শুরুর একাদশে ফিরতে পারেন মার্কুইনহোসও, সেক্ষেত্রে বাদ পড়তে হতে পারে এডের মিলিতাওকে।

See also  এবার নেইমারের তিন মিলিয়ন ইউরো হাতছাড়া!

টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শনিবার সাবেক চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে ব্রাজিল। রাজধানী রিওডি জেনেরিওর নিলটন সান্তোস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে ভোর ছয়টায়। এই ম্যাচে নেইমারসহ সেরা ৮ ফুটবলারকে একাদশে ফেরাবেন কোচ তিতে। এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে রাত ৩টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে পেরু।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে খাবার, ডায়াবেটিস রোগীদের জন্য নির্দিষ্ট ডায়েট চার্ট!

ব্রাজিল এবারের টুর্নামেন্টে স্পষ্ট ফেভারিট হলেও চিলি কম ভোগায়নি তাদের। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তাদের কঠিন পরীক্ষা নিয়েছিল। নির্ধারিত সময়ের ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। এক্সট্রা টাইমে চিলি প্রায় গোল পেয়েই যাচ্ছিল। কিন্তু শেষ মিনিটে পিনিল্লার শট গিয়ে লেগেছে বারে। পরে অবশ্য শুট আউটে চিলিকে ৩-২ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল স্বাগতিক দল।

See also  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আসেলেই করোনাভাইরাসে আক্রান্ত? দেখে নিন সঠিক খবর!

ফেসবুকে আসছে অর্থ আয়ের নতুন সুযোগ-মার্ক জাকারবার্গ

অন্যদিকে চিলির পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। চার ম্যাচের মধ্যে জয়-পরাজয় ১টি করে। বাকি ২টিতে ড্র। সাম্প্রতিক পারফরম্যান্স থেকে বলা যায় নেইমার-ফিরিমিনোদের কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে ভিদালদের। ইনজুরির কারণে গ্রুপপর্বে সেরা তারকা অ্যালক্সিস সানচেজকে পায়নি চিলি; ব্রাজিলের বিপক্ষে তাকেও দেখা যাবে মাঠে।

দেখুন ঠিক কি কারণে সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয়!

সম্ভাব্য ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার, এমারসন, ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

See also  পিএসজিতে ইকার্দি

সম্ভাব্য চিলি একাদশ: ক্লোদিও ব্রাভো; মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা; আর্টুরো ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস; ফিলিপ মোরা ও এডুয়ার্ডো ভার্গাস।