করোনা ভাইরাস

জনসনের দাবি তাদের ভ্যাকসিন ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ প্রতিরোধে সক্ষম

জনসনের দাবি তাদের ভ্যাকসিন ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ প্রতিরোধে সক্ষমডেল্টা সহ করোনা ভাইরাসের সব প্রজাতিকেই থামাবে তাদের ভ্যাকসিন। দাবি করলো জনসন অ্যান্ড জনসন।

জেঅ্যান্ডজের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের ভ্যাকসিনের গুণাবলী কোভিড-১৯ রোগের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে সক্ষম এবং ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর।’

দেখে নিন কেন ‘এবি’ ও ‘বি’ রক্তের গ্রুপের করোনা ঝুঁকি বেশি!

গত আট মাসের তথ্য সামনে এনে জনসন অ্যান্ড জনসনের দাবি, তাদের ভ্যাকসিন করোনা রোখার ক্ষেত্রে ৮৫ ভাগ সফল। আর এই ভ্যাকসিন নিলে করোনা মারাত্মক হবে না বা হাসপাতালে ভর্তিরও খুব একটা দরকার হবে না। তাদের ভ্যাকসিন ডেল্টার মোকাবিলায় সফল বলে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে।

See also  কুমিল্লা কি করোনার নতুন হটস্পট হচ্ছে? এক দিনে রেকর্ড ৮৫৩ শনাক্ত

গ্রিন টি আসলেই করোনা, রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধ করে?

বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাজ্যের গবেষকরা দেখতে পেয়েছেন, জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) ভ্যাকসিন গ্রহণকারী আট ব্যক্তির রক্তের সেলের অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যকরভাবে ডেল্টা স্ট্রেইন ধ্বংস করে।