শিক্ষা

সাত কলেজের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু

সাত কলেজের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। শনিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ জানুয়ারি মাসের ১ম সপ্তাহে শুরু হতে পারে। পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে।

একইসঙ্গে ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের বিশেষ পরীক্ষাও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হওয়ার কথা রয়েছে।

See also  আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গ্রিফিথ ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বৃত্তি

সেশনজট কমাতে নির্ধারিত সময়ের আগেই শিক্ষাবর্ষ শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছিল সাত কলেজ প্রশাসন। শিক্ষাবর্ষ দুটি হলো স্নাতক ২০১৬-১৭ (চতুর্থ বর্ষ) ও স্নাতকোত্তর ২০১৮-১৯ সেশন (শেষ পর্ব)। এই দুটি শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা গত বছরের ডিসেম্বর মাসে শুরু কথা ছিলো।