ফুটবল

ফুটবল তারকা মেসি-সুয়ারেজের গাড়িতে বোমা!

Lionel Messi and Luis Suarez bomb scare as police

মাত্র কয়েকদিন আগেই তাদের উপর হামলা চেষ্টা করা হয় একটি ক্লাবে। এবার ছুটি কাটিয়ে ফিরেই দুঃসংবাদ শুনলেন ফুটবল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে সেখান থেকে ফেরার পথে বার্সেলোনা এয়ারপোর্টে নেমে শুনলেন দুঃসংবাদ। তাদের গাড়িতে রাখা আছে বোমা। ১১২ নম্বরে কল করে এক অজ্ঞাত ব্যক্তি স্পেনের জরুরি সেবা প্রদানকারী সংস্থাকে জানান, মেসি ও সুয়ারেজের গাড়িতে বোমা রাখা আছে। এ তথ্য জানার সঙ্গে সঙ্গে বার্সা এয়ারপোর্টে পৌঁছে যান আইনি সেবা প্রদানকারীরা। তবে তাদের গাড়িতে কোনো বোমা পাওয়া যায়নি।
স্প্যানিশ নিরাপত্তা বিভাগ জানায়, আমরা বোমা নিষ্ক্রিয়কারী দল, বিশেষ পুলিশ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠিয়েছিলাম এয়ারপোর্টে। তবে সেখানে কোনো প্রকার বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। কুকুর দিয়ে পরীক্ষা করা হয় সেখানে কোনো প্রকার বিস্ফোরক দ্রব্যাদি আছে কিনা। তবে পরে পুলিশ জানায়, মেসি-সুয়ারেজের গাড়িতে সে রকম কিছু নেই। ফলে কোনোরকম সমস্যায় পড়েননি হালের দুই ফুটবল মহাতারকা।
লম্বা ছুটি কাটিয়ে কাতালান ক্লাবের অনুশীলনে যোগ দিচ্ছেন মেসি-সুয়ারেজ। ইতিমধ্যে দলের সঙ্গে দেখা করেছেন সুয়ারেজ। আর মেসি করবেন ৪ আগস্ট। উল্লেখ্য, কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রতিনিধিত্ব করার পরে মেসি-সুয়ারেজ দুজনকেই বর্ধিত ছুটি দেয়া হয়েছিল। এরপর পরিবারের সাথে ইবিজা সমুদ্রসৈকতে সময় কাটিয়ে মেসি-সুয়ারেজ বার্সেলোনায় ফিরেছেন। তবে ফিরেই বিমানবন্দরে বোমা নিয়ে বেশ নাটকীয় অবস্থার মুখোমুখি হয় এই দুই ফুটবল তারকা।

See also  ব্রাজিলের হয়ে আজ 'সেঞ্চুরি' করতে যাচ্ছেন নেইমার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *