CricketProthom

ক্রিকইনফোর বিশ্বকাপের সেরা একাদশে সাকিব!

বিশ্বকাপের সেরাদের নিয়ে একাদশ গঠন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ক্রিকইনফোর সেরা একাদশে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ের জন্য বাছাই করা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

shakib-al-hasan-hd-photo

ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশে যারা আছেন-

  • রোহিত শর্মা
    বিশ্বকাপে ৯ ম্যাচে রেকর্ড ৫টি সেঞ্চুরিতে সর্বোচ্চ ৬৪৮ রান করা রোহিত শর্মা আছেন একাদশের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে।
  • জেসন রয়
    বিশ্বকাপে ওপেনিং পজিশনে দুর্দান্ত ব্যাটিং করেছেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়। ৮ ম্যাচে এক সেঞ্চুরি ও চারটি ফিফটির সাহায্যে ১১৫.৩৬ স্টাইকরেটে ৪৪৩ রান করেছেন তিনি।
  • সাকিব আল হাসান
    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ব্যাট হাতে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে বিশ্বকাপ শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) গঠিত সেরা একাদশেও জায়গা পেয়েছেন সাকিব।
  • কেন উইলিয়ামসন
    আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি দুই সেঞ্চুরি ও সমান ফিফটিতে বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ ৫৭৮ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন।
  • বেন স্টোকস
    স্লোগওভারে ব্যাটিং তাণ্ডব চালানোর জন্য আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের এ অলরাউন্ডার বিশ্বকাপে ১১ ম্যাচে ৫টি ফিফটির সাহায্যে ৪৬৭ করেন।
  • অ্যালেক্স কেরি
    বিশ্বকাপে ১০ ম্যাচে চার ফিফটিতে ১০৪.১৬ স্টাইকরেটে ৩৭৫ রান করেন অ্যালেক্স কেরি। রান সংগ্রহের অন্যদের চেয়ে পিছিয়ে থাকলেও মিডল অর্ডারে দারুণ ব্যাংটিং করেছেন তিনি। বিশেষ করে টপঅর্ডার ব্যাটিং বিপর্যয়ে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন এ অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান।
  • জেমি নিশাম
    বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ব্যাটে বলে অসাধারণ ক্রিকেট খেলেছেন জেমি নিশাম। ১০ ম্যাচে ২৩২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৫ উইকেট। অলরাউন্ডার হিসেবে তাকেই বেছে নিয়েছে ক্রিকইনফো।
  • মিচেল স্টার্ক
    সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ১০ ম্যাচে সর্বোচ্চ ২৭ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ান এ পেসার।
  • লকি ফার্গুনসন
    বিশ্বকাপটা লকি ফাগুর্নসনের স্বপ্নের মতোই কেটেছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেন তিনি। কিউই দলকে ফাইনালে খেলার জন্য অনবদ্য অবদান রাখেন তিনি।
  • যশপ্রীত বুমরাহ
    বিশ্বকাপে ৯ ম্যাচে ১৮টি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ৪.৪১ হারে রান দিয়েছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। তাছাড়া ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন তিনি।
  • জফরা আরচার
    ইংল্যান্ডের একজন সফল পেস বোলার জফরা আরচার। দুর্দান্ত বোলিং করে ১১ ম্যাচে শিকার করেছেন ২০ উইকেট। ডেথ ওভার স্পেশালিস্ট হওয়ায় ফাইনালে সুপার ওভারে তার উপরই আস্থা রেখেছিলেন ইংল্যান্ড অধিনায়ক মরগান। এই জফরার ওভারেই শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় ইংল্যান্ড।

ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, জেসন রয়, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, অ্যালেক্স কেরি, জেমি নিশাম, মিচেল স্টার্ক, জফরা আর্চার, লকি ফার্গুনসন ও জশপ্রিত বুমরাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *