ক্রিকেট

আসন্ন সফরে তামিমদের ধবলধোলাই করতে চায় শ্রীলংকা!

একের পর এক দু

শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান নির্বাচক আসান্থা ডি মেল বলেন, এ সিরিজে আমাদের প্রধান লক্ষ্য র‍্যাংকিংয়ে উন্নতি করা। আমরা আট নম্বরে আছি এবং বাংলাদেশ সাত নম্বরে। উপরের স্থান অর্জন করতে বাংলাদেশকে আমাদের ৩-০ ব্যবধানে হারাতে হবে। র‍্যাংকিংয়ের মইয়ে এক ধাপ উপরে ওঠার দিকেই নজর আমাদের।

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ।

  • ২৬ জুলাই হবে সিরিজের প্রথম ম্যাচ।
  • দ্বিতীয় ম্যাচ গড়াবে ২৮ জুলাই।
  • ৩১ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুই দল।
See also  দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি!

সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলংকা। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ওয়ানডে র‍্যাংকিংয়ে উপরে উঠতে মরিয়া শ্রীলংকা। এজন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে চোখ তাদের। আসন্ন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করে এ পথে এগিয়ে যেতে চান লংকানরা। দলটির প্রধান নির্বাচক আসান্থা ডি মেল মনে করেন, র‍্যাংকিংয়ে উপরে ওঠার সিঁড়ি হিসেবে তামিম-মুশফিকদের ৩-০ ব্যবধানে হারানো জরুরি। আইসিসি র‍্যাংকিংয়ে আট নম্বরে রয়েছে শ্রীলংকা। দলটির রেটিং পয়েন্ট ৭৯। লংকার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে লাল-সবুজ জার্সিধারীরা। অবশ্য এ সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করলেও র‍্যাংকিংয়ে উপরে ওঠা সম্ভব নয় লংকানদের। তবে রেটিং পয়েন্টে কিছুটা উন্নতি হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *