শিক্ষা

এসএসসি পরীক্ষার রেজাল্টে সেরা ময়মনসিংহ, পিছিয়ে বরিশাল

এসএসসি পরীক্ষার রেজাল্টে সেরা ময়মনসিংহ, পিছিয়ে বরিশাল

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবারের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হারকে ছাড়িয়ে গিছে। পাসের হারে শীর্ষে অবস্থান দখল করেছে নতুন প্রতিষ্ঠিত এ শিক্ষা বোর্ড । এই বোর্ডে গড় পাসের হার ৯৭ দশমিক ৫২।

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮। গতবার এই হার ছিল ৮৩ দশমিক ৭৫।

অন্যদিকে পাসের হারে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১০। অবশ্য ফলের সর্বোচ্চ জিপিএর দিক থেকে বরাবরের মতো এবারও শীর্ষে আছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন।

See also  নিয়মিত ক্লাস হবে দশম ও দ্বাদশে, বাকিদের সপ্তাহে এক দিন

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর গড় পাসের হার বিভিন্ন শিক্ষাবোর্ডে নিম্নরুপ:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৯৭ দশমিক ৫২
সিলেট শিক্ষা বোর্ডে ৯৬ দশমিক ৭৮
কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯৬ দশমিক ২৭,
ঢাকা শিক্ষা বোর্ডে ৯৩ দশমিক ১৫,
রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৭১,
যশোর শিক্ষা বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯,
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯১ দশমিক ১২,
দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৮০