Education

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ | বুটেক্স ভর্তি পরীক্ষা ১৮ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ | বুটেক্স ভর্তি পরীক্ষা ১৮ জুন

BUTEX Admission Circular 2020-2021

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে যা বুটেক্স নামে অধিক পরিচিত) বাংলাদেশের বস্ত্র প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাস অবস্থিত। এটি বস্ত্রপ্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । বুটেক্স ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-বিষয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১ এর জন্য ভর্তির পলীক্ষার আয়োজন করছে। ভর্তির জন্য আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল থেকে। ওই দিন সকাল ১০টা থেকে শুরু হবে অবেদন। শিক্ষার্থীরা আগামী ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক নজরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এর ভর্তি পরীক্ষার সার-সংক্ষেপ

আবেদন শুরুর তারিখঃ ৫ এপ্রিল ২০২১
আবেদনের সময় শুরুঃ সকাল ১০টা থেকে
আবেদনের ডেডলাইনঃ ৮ মে ২০২১
আবেদনের সময় শেষঃ ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
মোট আসনঃ 600টি
আবেদনের প্রাথমিক ফিঃ 200 টাকা
আবেদনের চুড়ান্ত ফিঃ ৮০০ টাকা
ভর্তি পরীক্ষার তারিখঃ ১৮ জুন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সর্বশেষ তারিখঃ ৮ জুলাই

বুটেক্স মোট আসনসংখ্যা

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ১০টি বিভাগে মোট ৬০০ জন শিক্ষার্থী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদনকারীদের প্রথমে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। পরে যোগ্য প্রার্থীরা ৮০০ টাকা ফি দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

বুটেক্স ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

আগামী ২৪ মে থেকে জুন পর্যন্ত আবেদনকারী ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৮ জুন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সর্বশেষ তারিখ ৮ জুলাই বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে চালু থাকা অনুষদ এবং অধীনস্থ বিভাগ সমূহের নাম নিম্নে উল্লেখ করা হলো :

বস্ত্র উৎপাদন প্রযুক্তি অনুষদ
তন্তুকৌশল বিভাগ
বুননকৌশল বিভাগ
বস্ত্র কেমিকৌশল অনুষদ
সীক্তকৌশল বিভাগ
ডাই ও কেমিকৌশল বিভাগ
পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ফ্যাশন ডিজাইন ও বয়নকৌশল অনুষদ
বয়নকৌশল বিভাগ
ফ্যাশন ডিজাইনিং বিভাগ
পোশাকশিল্প ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা অনুষদ
বস্ত্রকৌশল ব্যবস্থাপনা বিভাগ
শিল্পোৎপাদন প্রকৌশল বিভাগ
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
বস্ত্রকৌশল যন্ত্রাদি নকশা ও প্রস্তুত বিভাগ
পদার্থবিজ্ঞান বিভাগ
রসায়ন বিভাগ
গণিত ও পরিসংখ্যান বিভাগ
মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ

এছাড়াও বুটেক্সের অধীনে ৭টি বস্ত্রকৌশল মহাবিদ্যালয় (কলেজ) রয়েছে যেগুলো চার বছর মেয়াদি বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। প্রতিটি কলেজের শিক্ষা কার্যক্রম বুটেক্সের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয় এবং পাশের সনদপত্র বুটেক্স কর্তৃক প্রদান করা হয়। কলেজগুলো সম্পূর্ণরূপে বুটেক্স নিয়ন্ত্রিত।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এর ভর্তি বিজ্ঞপ্তি