জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ সালের ২৯ জানুয়ারি এবং তৃতীয় বর্ষ পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে। শেষ হবে আগামী বছরের ১৫ মার্চ।
এ ছাড়া ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৭ মার্চ। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।