ফুটবল

দেখুন নেইমারের দাম কত ‘নির্ধারণ’ করল পিএসজি

neymar-stylish-footballer

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে বারবার চোটের আঘাত আর নানা সময়ে বিতর্কে জড়িয়ে দলটিতে সময়টা আশানুরূপ কাটেনি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। পিএসজির ফরোয়ার্ড নেইমার বার্সেলোনায় ফিরতে চান বলে দাবি করেছেন স্প্যানিশ ক্লাবটির সহ-সভাপতি জর্দি কার্দোনের।  ইউরোপিয়ান গণমাধ্যমগুলো আগেই জানিয়েছে, কম মূল্যেই সাম্বা তারকা খ্যাত নেইমারকে দলে ভেড়াতে প্রস্তুত কাতালান ক্লাবটি। যদিও ফক্স স্পোর্টস জানাচ্ছে, পিএসজি যে দামে নেইমারকে দলে নিয়েছিল, সেই দামেই বার্সার কাছে ছাড়তে চায়। অর্থাৎ দুই বছর পরও ২২২ মিলিয়ন ইউরোতেই নেইমারকে ফেরত দিতে চাইছে প্যারিসের দলটি।
২০১৭ সালে অগাস্টে সমপরিমাণ ট্রান্সফার ফিতে প্যারিসের ক্লাবটিতে যোগ দেন নেইমার। গত দুই মৌসুমে লিগ ওয়ানে ৩৬ ম্যাচ খেলে ৩৪ গোল করে দলকে টানা দুবার লিগ ওয়ানের শিরোপা জেতানোয় অবদান রাখেন তিনি। অবশ্য এই দুই মৌসুমের প্রতিবারই শেষের গুরুত্বপূর্ণ সময়ে চোটের কারণে দীর্ঘ সময় বাইরে ছিলেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।
এছাড়া সম্প্রতি বিভিন্ন নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন নেইমার। গত মে মাসে রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করে ইউরোপিয়ান ফুটবলেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান নেইমার। আপিল করেও কাজ হয়নি। এদিকে স্প্যানিশ গনমাধ্যমের খবর, বার্সেলোনায় ফিরতে চাইলে তাকে নাকি বর্তমান বাৎসরিক বেতনের চেয়ে এক কোটি ২০ লাখ ইউরো কম দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

See also  নেইমারের জন্য আইফেল টাওয়ার বাজি ধরবেন আলভেস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *