ফুটবল

বাজে মাঠের জন্য সেরাটা খেলতে না পারার কথা স্বীকার মেসির!

lionel messi

ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ওঠার পর লিওনেল মেসি স্বীকার করলেন, নিজের সেরাটা খেলতে পারছেন না তিনি। ভালো না খেলতে পারার জন্য মারাকানার মাঠের সমালোচনাও করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। গ্রুপ পর্ব ও কোয়ার্টার-ফাইনাল মিলিয়ে এ পর্যন্ত খেলা চার ম্যাচে মাত্র এক গোল করেছেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি। প্যারাগুয়ের সঙ্গে গ্রুপ পর্বে ১-১ ড্র করা ম্যাচে পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।
প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর ব্রাজিল কোচ তিতেও পোর্তো আলেগ্রের মাঠের কড়া সমালোচনা করেছিলেন।

See also  ব্রাজিলের অলিম্পিক দল ঘোষণা, নেই নেইমার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *