ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা।

লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনার জয় পেতে বেশ কষ্ট করতে হলো। খেলার শেষ দিকে আনহেল কোররেয়ার গোলে প্রীতি ম্যাচে মরক্কোকে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। মঙ্গলবারের ম্যাচে তানজিয়ারে স্বাগতিকদের ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। একমাত্র গোলটি ৮৩তম মিনিটে করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড কোররেয়া। ৮৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাতিয়াস সুয়ারেসের ছোট পাস ধরে বেশ খানিকটা এগিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন বদলি নামা কোররেয়া।

মেসিহীন আর্জেন্টিনাকে মনে হয়েছে রংচটা, ছন্নছাড়া। যেন মাঝিহীন কোনো নৌকা। বল দখলে ব্যর্থ হয়ে যেন ফাউলে মনোযোগী হয় আর্জেন্টাইন খেলোয়াড়েরা। পুরো ম্যাচে ২৭ বার ফাউল করেছেন স্কালোনির শিষ্যরা। স্বাগতিকেরাও কম কিসে! মরক্কোর খেলোয়াড়েরা ফাউল করেছেন ২২টি। বাকিটা সময় আর্জেন্টিনার রক্ষণে প্রচণ্ড চাপ দিলেও সমতায় ফেরা গোলের দেখা পায়নি মরক্কো।

See also  মেসিও পারলেন না বার্সার হার ঠেকাতে, বার্সাকে হারিয়ে টেবিলের শীর্ষে গ্রানাডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *