Football

মোহাম্মদ সালাহর কন্যার ‘অসাধারণ গোল’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

ব্যক্তিজীবনে সালাহ একজন নিবেদিত মুসলিম। ফুটবল মাঠে প্রায় সময়ই গোল উদযাপনের সময় মহান স্রষ্টাকে স্মরণ করতে ভুলেননি। এছাড়া আরবি, ইংরেজি ও ইতালিয়ান তিন ভাষায় কথা অনর্গল কথা বলতে পারেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এ ফুটবলার। সালাহকে আদর করে স্বদেশীরা ডাকেন ‘মিসরের মেসি’ বলে। এ ছাড়া ‘দ্য ফারাও’ ও ‘মিসরীয় রাজা’ উপাধী দিয়েছেন গণমাধ্যমকর্মীরা। সেই মোহামেদ সালাহর মেয়ে মক্কা গোলের জন্য বল নিয়ে ছুটছেন । বিশ্বব্যাপী জনপ্রিয় মিসরের ফুটবল তারকা মোহামেদ সালাহর পাঁচ বছর বয়সী মেয়ের দেয়া গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিজের আদরের কন্যার ফুটবল দক্ষতার ভিডিওটি প্রকাশ করেন সালাহ নিজেই। তার আপলোড করা ২১ সেকেন্ডের সেই ভিডিও নিয়ে তুমুল প্রশংসার ঝড় বইছে ভার্চুয়াল জগতে। ভিডিওতে দেখা যায়, সালাহকন্যা মক্কা গ্যালারি ভর্তি দর্শকদের সামনে গোল করেছে। গ্যালারিতে তখন তুমুল করতালি, সবাই মুগ্ধ ছোট্ট এ শিশুর পায়ের জাদুতে। ২০১৩ সালে ম্যাগিকে বিয়ে করেন সালাহ। এ দম্পতির ঘরে একমাত্র সন্তান মক্কা। ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মক্কার নামানুসারে সালাহকন্যার নাম রাখা হয়। ২০১৪ সালে লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েস্ট মিনিস্টার হাসপাতালে সে জন্ম নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *